তরুণদের স্বপ্নের ক্যারিয়ার গড়ার সুযোগ দিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলালিংক। ‘বিটিএল অ্যান্ড কনজিউমার এংগেজমেন্ট সিনিয়র এক্সিকিউটিভ’ এবং ‘রিসার্চ সিনিয়র এক্সিকিউটিভ’ পদে এই নিয়োগ প্রদান করা হবে।
বিটিএল অ্যান্ড কনজিউমার এংগেজমেন্ট সিনিয়র এক্সিকিউটিভ
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং বিষয়ে বিবিএ পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। পাশাপাশি দুই থেকে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়া বিটিএল ও ইভেন্ট ম্যানেজমেন্ট যোগাযোগ, মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন এবং টেলিকম ইন্ডাস্ট্রি সম্পর্কে জ্ঞানসম্পন্ন হতে হবে।
রিসার্চ সিনিয়র এক্সিকিউটিভ
ব্যবসায় শিক্ষা, মার্কেটিং, অর্থনীতি বা সমাজবিজ্ঞান বিষয়ে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। পাশাপাশি সংশ্লিষ্ট কাজে এক থেকে দুই বছরের অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে। এ ছাড়া রিসার্চ প্রক্রিয়া ও মার্কেট রিসার্চ স্টাডিজ সম্পর্কিত জ্ঞান এবং সমীক্ষা করার অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদন প্রক্রিয়া
শুধু বিডিজবস ডটকমের মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে ২০ ডিসেম্বর, ২০১৬ পর্যন্ত।
বিস্তারিত জানতে বিডিজবস ডটকমে প্রকাশিত বিজ্ঞপ্তি দেখুন :