তরুণদের ‘গ্লোবাল গ্র্যাজুয়েট’ হওয়ার সুযোগ

তরুণদের স্বপ্নের ক্যারিয়ার গঠনের সুযোগ দিচ্ছে ব্রিটিশ আমেরিকান টোবাকো (ব্যাট)। প্রতিষ্ঠানটির ‘গ্লোবাল গ্র্যাজুয়েট’ প্রোগ্রামের আওতায় উচ্চাকাঙ্ক্ষী ও সম্ভাবনাময় তরুণদের এই সুযোগ দেওয়া হচ্ছে।

এই প্রোগ্রামের মাধ্যমে তরুণদের আন্তর্জাতিক সুযোগ-সুবিধায় বিশ্বমানের ট্রেনিং দিয়ে আরো বেশি সম্ভাবনাময় করে গড়ে তোলা হবে। তরুণদের ১৮ মাসের মধ্যে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা বিভাগে সম্পৃক্ত করতে প্রস্তুত করা হবে। যাতে তরুণরা বিশ্বমানের ব্যবসায় নেতৃত্ব দান করার মতো অবস্থানে পৌঁছে যেতে পারে।

‘গ্লোবাল গ্র্যাজুয়েট’ হতে ব্যবসা প্রশাসনে স্নাতক পাস তরুণদের আবেদন জানানোর আহ্বান করা হয়েছে। পাশাপাশি ইংরেজি ও বাংলা ভাষায় দক্ষতা থাকতে হবে। এ ছাড়া পড়াশোনার পাশাপাশি ছাত্রজীবনে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কাজে সম্পৃক্ত তরুণরা অগ্রাধিকার পাবেন।

আবেদন প্রক্রিয়া

‘গ্লোবাল গ্র্যাজুয়েট’ প্রোগ্রামে অনলাইনে আবেদন করতে হবে।

আবেদন করতে ক্লিক করুন:  ব্রিটিশ আমেরিকান টোবাকো

আবেদন করার সুযোগ থাকছে ২২ ডিসেম্বর, ২০১৬ তারিখ পর্যন্ত।