মেরিন শিক্ষানবিস হিসেবে ভর্তি বিজ্ঞপ্তি

আগামী ২০১৭ সালে শিক্ষাবর্ষে এক বৎসর মেয়াদী মেরিন শিক্ষানবিস (ডেক ও ইঞ্জিন) কোর্সে ভর্তির জন্য অধ্যক্ষ, ডেক ও ইঞ্জিন কর্মী প্রশিক্ষণ কেন্দ্র, বিআইডব্লিউটিএ, সোনাকান্দা, নারায়ণগঞ্জ, কর্তৃক বাংলাদেশী নাগরিকদের নিকট হতে সাদা কাগজে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। দরখাস্ত আগামী ১৫/১০/২০১৬ খ্রিঃ তারিখের মধ্যে অধ্যক্ষের দপ্তরে পৌঁছাতে হবে। দরখাস্তের সাথে নিম্নে উল্লেখিত সনদপত্রাদি সংযুক্ত করতে হবে।

ক) এসএসসি/সমমান পরীক্ষার সনদপত্র, নম্বরপত্র ও পরীক্ষার প্রবেশপত্রসমূহের সত্যায়িত কপি।

খ) সদ্য তোলা ০২ কপি পাসপোর্ট  সাইজের সত্যায়িত কপি।

গ) জন্মনিবন্ধন, চারিত্রিক সনদপত্র ও জাতীয় পরিচয়পত্র (যদি থাকে) তার সত্যায়িত কপি।

ঘ) অধ্যক্ষ, ডেক ও ইঞ্জিন কর্মী প্রশিক্ষণ কেন্দ্রের অনুকূলে ৩০০/-(তিনশত) টাকার ক্রোস পোস্টাল অর্ডার (অফেরতযোগ্য)।

ঙ) নিজ ঠিকানা সম্বলিত ০৭(সাত) টাকার ডাক টিকিটযুক্ত খাম।

শর্তসমূহঃ

ক) আবেদনকারীকে অবিবাহিত হতে হবে।

খ) এসএসসি/সমমান পরীক্ষার সার্টিফিকেট অনুযায়ী জন্ম তারিখ: ০১/০১/১৯৯৭ইং তারিখ হইতে ৩০/০৬/২০০০ খ্রিঃ তারিখের মধ্যে হতে হবে।

গ) আবেদনকারী ডেক/ইঞ্জিন যে শাখায় ভর্তি হতে ইচ্ছুক তা উল্লেখ করতে হবে।

ঘ) চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীকে সার্বক্ষণিক প্রশিক্ষণ গ্রহণের জন্য কেন্দ্রে অবস্থান করতে হবে।

ভর্তি পদ্ধতিঃ

ক) এসএসসি/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীর মধ্য হতে মেধা তালিকার ভিত্তিতে প্রাথমিকভাবে প্রতি গ্রুপে ২০০ জন করে শিক্ষানবিস নির্বাচিত করা হবে। এ ক্ষেত্রে সরকারী বিধি অনুসরণ করা হবে।

খ) নির্বাচিত ৪০০ জনকে বাংলা, ইংরেজি, অংক সাধারণ জ্ঞান বিষয়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

গ) প্রতি শাখায় লিখিত পরীক্ষায় উত্তীর্ণ মেধাতালিকানুযায়ী প্রথম ৬৫ জনকে শারীরিক সুস্থ্যতা, চক্ষু ও সাঁতার পরীক্ষার জন্য ডাকা হবে।

ঘ) শারীরিক সুস্থতা, চক্ষু ও সাঁতার পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য হতে প্রতি শাখায় ৫০ (পঞ্চাশ) জন শিক্ষানবিস চূড়ান্তভাবে নির্বাচিত করে এবং অন্যান্যদের অপেক্ষমাণ তালিকায় রাখা হবে।

ঙ) চূড়ান্ত প্রার্থীকে এককালীন নগদ ১৫,০০০/- (পনের হাজার) টাকা বার্ষিক ভর্তি ফি পরিশোধের মাধ্যমে ভর্তি হতে হবে। ইঞ্জিন প্রশিক্ষণার্থীদের নেভাল ডকইয়ার্ডে ব্যবহারিক প্রশিক্ষণ ফি বাবদ ৭০০/- (সাতশত) টাকা অতিরিক্ত প্রদান করতে হবে।

সুবিধাদিঃ

ক) ফ্রি আবাসিক, খ) ফ্রি মেছিং, গ) ফি প্রশিক্ষণ ও প্রশিক্ষণ উপযোগী ইউনিফর্ম প্রদান, ঘ) অভ্যন্তরীণ জাহাজ ও ফিশিং ভেসেল চাকুরীর সুযোগ রয়েছে।

বিস্তারিত বিজ্ঞপ্তিতে:

মেরিন শিক্ষানবিস হিসেবে ভর্তি বিজ্ঞপ্তি