৫ সেপ্টেম্বর থেকে খুবিতে ভর্তি প্রক্রিয়া শুরু

খুলনা বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে  স্নাতক শ্রেণিতে ভর্তির বিস্তারিত সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ৫ সেপ্টেম্বর থেকে আবেদন করা যাবে। আবেদনের শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর।

আগামী ৩, ৪ এবং ৫ নভেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৩ নভেম্বর বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের, দুপুর ১টা থেকে বেলা ২-৩০টা পর্যন্ত জীব বিজ্ঞান স্কুলের এবং বিকেল ৩-৩০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চারুকলা ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

৪ নভেম্বর শুক্রবার সকাল ৯টা থেকে ১০-৩০টা পর্যন্ত ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের এবং বেলা ২-৩০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সমাজ বিজ্ঞান স্কুলের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

৫ নভেম্বর শনিবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত কলা ও মানবিক স্কুলের এবং বেলা ২-৩০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আইন স্কুলের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এবার ২টি নতুন বিভাগ খোলা হচ্ছে। এ দু’টি নতুন বিভাগ হচ্ছে ইতিহাস ও সভ্যতা এবং আইন ও বিচার। প্রত্যেক অনুষদ (স্কুল) ও ইনস্টিটিউটে পৃথকভাবে মোট আবেদনকারীর সর্বোচ্চ ৭০০০ (সাত হাজার) জনকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়া হবে। তবে সাত হাজার তম প্রার্থীর সমযোগ্যতা সম্পন্ন সকলেই (যদি থাকে) ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।

এবার বিশ্ববিদ্যালয়ের ৬টি অনুষদের (স্কুল) এবং ১টি ইনস্টিটিউটের অধীন ২৮টি বিভাগ মুক্তিযোদ্ধা সন্তান ও উপজাতি কোটা ছাড়াও বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত অতিরিক্ত ৭টি আসনসহ মোট ১২১১টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। গত শিক্ষাবছরের চেয়ে এবার আসন সংখ্যা ৯৩টি বেশি।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যাবলী বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে পাওয়া যাবে। এছাড়া সংশ্লিষ্ট স্কুলের ডিন অফিস ও ইনস্টিটিউটের পরিচালকের অফিস অথবা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসের একাডেমিক শাখায় যোগাযোগ করে জানা যাবে।