ঢাবি এখন একবেলা পাবলিক, একবেলা প্রাইভেট!

ঢাকা  বিশ্ববিদ্যালয়ে সান্ধ্যকালীন প্রফেশনাল কোর্স চালু নিয়ে আবারও বিতর্ক শুরু হয়েছে। আন্তর্জাতিক সর্ম্পক বিভাগে প্রফেশানাল মাস্টারস ইন ইন্টারন্যশনাল রিলেশান (পিএমআইআর) চালুর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। মঙ্গলবার এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে প্রগতিশীল  ছাত্রজোট।

জোটের নেতারা সংবাদ সম্মেলনে বলেন, উচ্চশিক্ষার প্রাণ হলো গবেষণা। অথচ আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় মূল লক্ষ্য থেকে সরে গিয়ে বাণিজ্যিক কোর্স চালু করছে।

তারা প্রশ্ন রেখে বলেন, বিশ্ববিদ্যালয়ে গবেষণা হলে শিক্ষকরা এভাবে বাণিজ্যিক প্রোগ্রাম পড়ানোর সময় পেতেন? একটা বিশ্ববিদ্যালয় একবেলা পাবলিক আর একবেলা প্রাইভেট হিসেবে তো চলতে পারে না।

মঙ্গলবার (১০ মে) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সর্ম্পক বিভাগে মাস্টার্স প্রোগ্রাম বাতিলের দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা একথা বলেন।

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ইভা মজুমদার এতে লিখিত বক্তব্য পাঠ করেন। এসময় উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়ন ঢাবি শাখার সভাপতি লিটন নন্দী, ছাত্র ফেডারেশন সভাপতি উম্মে হাবিবা বেনজির, ছাত্র ইউনিয়ন সাধারণ সম্পাদক তুহিন কান্তি দাস প্রমুখ।

ইভা মজুমদার বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সর্ম্পক বিভাগে প্রফেশানাল মাস্টারস ইন ইন্টারন্যাশনাল রিলেশন (পিএমআইআর) চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে রেগুলার শিক্ষার্থীদের সমস্যার কথা তোয়াক্কা করছে না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অন্যান্য কোর্সে এই বাণিজ্যিক কোর্স চালুর অভিজ্ঞাতা হচ্ছে  রেগুলার কোর্সে টাকা কম বলে শিক্ষকদের মনোযোগ বাণিজ্যিক কোর্সের দিকে থাকে। এতে শিক্ষক শিক্ষার্থীও সর্ম্পক নিচে নামে। আন্তর্জাতিক সর্ম্পক বিভাগেও এই সমস্যা দেখা দিবে তাদের আশঙ্কা।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয় কোনো ট্রেনিং ইনস্টিটিউট নয়। যেখানে পাঁচ বছরের অনার্স-মাস্টার্সের শিক্ষার মান নিয়ে শিক্ষার্থীর সন্তুষ্ট নয়। সেখানে ৩ সেমিস্টারের প্রোগ্রামে কী শিক্ষা দিবেন তারা? এই সব কোর্স চালুর মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ট্রেনিং সেন্টারে পরিণত করা হয়েছে।

অবিলম্বে এই বাণিজ্যিক প্রোগাম বাতিলের দাবিতে আগামী ১৫ মে উপাচার্য বরাবর স্মারকলিপি দেবে প্রগতিশীল ছাত্রজোট।

সূত্র: বাংলামেইল২৪ ডট কম