সাধারণ জ্ঞান-আন্তর্জাতিক (২০১৪-১১-২৪)

০১. রাশিয়ার কোন অংশে চেচনিয়া অবস্থিত?
উত্তরঃ ককেশাসে
০২. The story of my experiments with truth’ বইয়ের লেখক কে?
উত্তরঃ মহাত্মা গান্ধী
০৩. ইসরাইলকে কোন দেশ প্রথম স্বীকৃতি দেয়?
উত্তরঃ যুক্তরাষ্ট্র
০৪. হাইতির মুদ্রার নাম কী?
উত্তরঃ গুর্দে
০৫. ‘শান্ত সমুদ্র’ অবস্থিত কোথায়?
উত্তরঃ চন্দ্রে
০৬. মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট কে?
উত্তরঃ জর্জ ওয়াশিংটন
০৭. বারাক ওবামা মার্কিন যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্ট?
উত্তরঃ ৪৪
০৮. ২০১৪ সালের মানব উন্নয়ন সূচকে গড় আয়ুতে সর্বনিম্ন দেশ কোনটি?
উত্তরঃ সিয়েরা লিওন
০৯. ইন্দোনেশিয়ার নতুন প্রেসিডেন্ট কে?
উত্তরঃ জেকো উইদাফো
১০. ২০১৪ সালের মানব উন্নয়ন সূচকে গড় আয়তে শীর্ষ দেশ কোনটি?
উত্তরঃ জাপান