সাধারণ জ্ঞান ( 2014-11-05)

প্রথম রেল সার্ভিস চালু হয়  = ১৮২৫ সালে।

প্রথম রেল সার্ভিস চালু হয় = যুক্তরাজ্য।

কতসালে উপমহাদেশে রেলগাড়ি চালু হয় = ১৮৫৩ সালে।

বাংলাদেশের এই অঞ্চলে রেলপথ চালু হয় = ১৮৬২ সালে।

বাংলাদেশের রেলওয়ে সদর দফতর = ঢাকা।

বাংলাদেশে প্রথম রেল লাইনস্থাপন হয় = কুষ্টিয়া।

বাংলাদেশে রেলপথ নেই = বরিশাল, পটুয়াখালী, বান্দরবান,খাগড়াছড়ি, রাঙামাটি,ভোলা,ঝালকাঠি, বরগুনা, পিরোজপুর,শেরপুর, শরীয়তপুর,মাদারীপুর, কক্সবাজার, এবং মুন্সীগঞ্জ জেলায়।

বাংলাদেশে রানওয়ে কারখানা = সৈয়দপুর (বৃহত্তম রেলওয়ে কারখানা),পাহাড়তলী, দেওয়ানগঞ্জ, ছাতকএবং ঢাকায়।

বাংলাদেশ রেলওয়ে সংস্থার নাম = বাংলাদেশ রেলওয়ে।

বাংলাদেশ রেলওয়ের সার্বিক সদর দফতর = রমনা, ঢাকা।

বাংলাদেশ রেলওয়ে অঞ্চল = দুটি,পূর্বাঞ্চল (চট্টগ্রাম), পশ্চিমাঞ্চল (সৈয়দপুর, নীলফামারী) .

বর্তমানে রেল স্টেশনের সংখ্য  = ৪৪১টি।

বাংলাদেশে তিন ধরনের রেলপথ = ব্রডগেজ ,মিটারগেজ ও ডুয়েলগেজ।

উপমহাদেশে প্রথম রেল যোগাযোগ =লর্ড ডালহৌসি, ১৮৫৩সালে।

বৃহত্তম রেল স্টেশন = ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন।