৩৭তম বিসিএস প্রিলিমিনারির ফল প্রকাশ

কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছারউদ্দিন মঙ্গলবার বিকালে সংবাদ মাধ্যমকে ফল প্রকাশের তথ্য জানান।

তিনি বলেন, টেলিটক মোবাইল থেকে PSC লিখে স্পেস দিয়ে ৩৭ লিখে স্পেস দিয়ে রেজিস্ট্রেশন নম্বর লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়ে ফল জানা যাবে। লিখিত পরীক্ষার তারিখ পরে ঘোষণা করা হবে।

দুই লাখ ৪৩ হাজার ৪৭৬ জন চাকরিপ্রার্থী গত ৩০ সেপ্টেম্বর ৩৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেন।

প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা হিসেবে এক হাজার ২২৬ জনকে নিয়োগ দিতে গত ২৯ ফেব্রুয়ারি ৩৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।

bcs_result_1611011621-1bcs_result_1611011621-2bcs_result_1611011621-3bcs_result_1611011621-4bcs_result_1611011621-5

bcs_result_1611011621-6bcs_result_1611011621-7bcs_result_1611011621-8bcs_result_1611011621-9bcs_result_1611011621-10bcs_result_1611011621-11bcs_result_1611011621-12bcs_result_1611011621-13bcs_result_1611011621-14bcs_result_1611011621-15Loading….