৩৫তম বিসিএসে যাদের প্রার্থিতা বাতিল হয়েছে

৩৫তম বিসিএসের লিখিত পরীক্ষার জন্য ৪১৯ জনের প্রার্থিতা বাতিল করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আবেদনপত্রে ভুল থাকায় এসব পরীক্ষার্থীর প্রার্থিতা বাতিল করা হয়।

সোমবার পিএসসির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রার্থিতা বাতিলকৃতরা আগামী ১ সেপ্টেম্বর থেকে অনুষ্ঠেয় লিখিত পরীক্ষায় অংশ নিতে পারবেন না।

এর মধ্যে বিপিএসসি ফরম-২ জমা না দেওয়ায় ৩৮৩ জন, ডাকে আবেদন পাঠানোয় পাঁচজন, ফি জমা না দেওয়ায় একজন, পুরাতন ফরম জমা দেওয়ায় তিনজন, ফরমে স্বাক্ষর না করায় ২০ জন, বিজ্ঞাপনের শর্ত না মানায় দুইজন, জন্ম তারিখ ভুল থাকায় চারজন এবং আবেদনপত্র দেরিতে জমা দেওয়ায় একজনের প্রার্থিতা বাতিল করা হয়েছে বলে এতে জানানো হয়।

৩৫তম বিসিএসের প্রিলিমিনারিতে ২০ হাজার ৩৯১ জন উত্তীর্ণ হয়েছেন। তারা লিখিত পরীক্ষায় অংশ নেবেন।

আগামী ১ সেপ্টেম্বর থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত ৩৫তম বিসিএসের আবশ্যিক বিষয়ের পরীক্ষা হবে। অন্যদিকে পদসংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষা হবে ৯ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর।

35th-bcs_batil-list-1 35th-bcs_batil-list-2 35th-bcs_batil-list-3