৩৪তম বিসিএসের ফল বাতিলের দাবিতে বিক্ষোভ, আটক ৩

রাজধানীর শাহবাগে ৩৪তম বিসিএসের ফলাফল বাতিল করে পুনরায় প্রকাশের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের বিক্ষোভ থেকে সমন্বয়কসহ ৩ আন্দোলনকারীকে আটক করেছে পুলিশ।

শনিবার সকাল সাড়ে ১০টা থেকে আন্দোলনকারীরা শাহবাগে অবস্থান নেয়। সেখান থেকে তুলে নিতে চাইলে পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। ঘটনাস্থল থেকে আন্দোলনের সমন্বয়ক নুরুল ইসলাম নুরসহ তিনজনকে আটক করে পুলিশ।

আন্দোলনকারী আমিনুল ইসলাম বাংলামেইলকে বলেন, ‘আমরা ৩৪তম বিসিএসের মৌখিক পরীক্ষার ফলাফলের পর থেকে এর অসঙ্গতি নিরসনের জন্য আন্দোলন করে আসছি। আমাদের দাবি- এই ফলাফল বাতিল করে ৬৭২টি শূন্যপদে ৩৪তম বিসিএসের ফলাফলের ভিত্তিতে নিয়োগ দিতে হবে।’