৩১ অক্টোবর থেকে বেসরকারী মেডিকেলে ভর্তির কার্যক্রম শুরু

বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি কার্যক্রম আগামী ৩১ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে। ভর্তির আবেদন ফরম ১৮-২৭ অক্টোবর পর্যন্ত বিতরণ করা হবে।

বেসরকারী মেডিকেল কলেজ ভর্তি

আগামী ৩০ অক্টোবরের মধ্যে আবেদনপত্র যাচাই-বাছাইয়ের পর তালিকা প্রকাশ করা হবে। প্রকাশিত তালিকা অনুযায়ী ৩১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে ভর্তি কার্যক্রম।

স্বাস্থ্য অধিদফতরের পরিচালক অধ্যাপক ডা. এবিএম আবদুল হান্নান জানান, সোমবার থেকে বিভিন্ন জাতীয় দৈনিকে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করতে সংশ্লিষ্ট কলেজগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।

ওই কর্মকর্তা আরও জানান, স্যার সলিমুল্লাহ ও শহীদ সোহরওয়ার্দী মেডিকেল কলেজে ভর্তি কার্যক্রম দু-একদিনের মধ্যে সম্পন্ন হবে। এরপরই বেসরকারি মেডিকেলে ভর্তি কার্যক্রম শুরু হবে।

ভর্তির ক্ষেত্রে ২০০ নম্বরের মধ্যে ন্যূনতম ১২০ নম্বর পেতে হবে। তবে ভর্তি পরীক্ষায় কমপক্ষে ৪০ নম্বর পাওয়া শিক্ষার্থীরাই ভর্তি হতে পারবে।