২৫ সেপ্টেম্বর থেকে কোচিং সেন্টার বন্ধের নির্দেশ

সর্বোচ্চ সতর্কতা ও স্বচ্ছতার সঙ্গে আসন্ন এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা সম্পন্ন করার জন্য স্বাস্থ্য অধিদপ্তরকে নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।

সেই সঙ্গে আগামী ২৫ সেপ্টেম্বর থেকে সব ভর্তি কোচিং সেন্টার বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। ভর্তি পরীক্ষার সুযোগ পেতে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় সম্মিলিতভাবে ন্যূনতম প্রাপ্ত নম্বর জিপিএ ৯ নির্ধারিত করা হয়েছে।

এদিকে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ওভারসাইট কমিটিতে ছয়জন সাংবাদিক, শিক্ষাবিদ ও লেখককে অন্তর্ভুক্ত করতে তিনি নির্দেশ দেন। গতকাল বুধবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ২০১৬-১৭ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষাসংক্রান্ত এক মতবিনিময় সভায় সভাপতিত্বকালে মন্ত্রী এই নির্দেশ দেন।