২০০ নারীকে বিনা মূল্যে প্রশিক্ষণ দিচ্ছে মহিলা বিষয়ক অধিদপ্তর

বাংলাদেশ মহিলাবিষয়ক অধিদপ্তর ছয়টি কোর্সে নারীদের বিনা মূল্যে প্রশিক্ষণ দেবে। তিন মাস মেয়াদি এই আবাসিক প্রশিক্ষণ দেওয়া হবে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা প্রশিক্ষণ একাডেমিতে।

যেসব বিষয়ে প্রশিক্ষণ

  1. কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন
  2. ড্রেস মেকিং অ্যান্ড টেইলারিং
  3. ইন্ডাস্ট্রিয়াল সুইং মেশিন অপারেটর ও মেইনটেন্যান্স
  4. বিউটিফিকেশন
  5. মোবাইল ফোন সার্ভিসিং ও ইন্টারনেট এবং
  6. লেদার সুইং মেশিন অপারেটিং।

 

যোগ্যতা

এসব কোর্সে ফ্রি প্রশিক্ষণের জন্য থাকতে হবে নির্দিষ্ট কিছু অভিজ্ঞতা। এর মধ্যে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্সে আবেদনের যোগ্যতা এইচএসসি। অর অন্য কোর্সগুলোতে এসএসসি পাস হলেই আবেদন করা যাবে। বয়স হতে হবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে।

যাচাই-বাছাই

প্রার্থী বাছাইয়ের জন্য ভর্তি পরীক্ষা নেওয়া হবে ৫ এপ্রিল সকাল ১০টায়। পরীক্ষা হবে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা প্রশিক্ষণ একাডেমি, মহিলা বিষয়ক অধিদপ্তর, জিরানী, গাজীপুর কেন্দ্রে। আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রসহ সরাসরি পরীক্ষার দিন সকালে উপস্থিত থাকতে হবে। প্রশিক্ষণকালীন বিনা মূল্যে থাকা-খাওয়ার পাশাপাশি প্রতি মাসে ৩০০ টাকা ভাতা ও কোর্স শেষে সনদপত্র দেওয়া হবে।

যোগাযোগ

আবেদন সম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে চাইলে ফোন করে যোগাযোগ করতে পারেন ০১৯২৩২৬৫৭৫১, ০১৭৯৯৩৩৬৯১৩, ০১৯২৩০৩৫০০৬, ০১৭১১৮৬৯১১৪ নম্বরগুলোতে।