১৬ স্কুলে পাশ করেনি কেউ

দিনাজপুর শিক্ষাবোর্ডের ১৬টি বিদ্যালয়ে জেএসসি পরীক্ষায় কেউই পাশ করেনি।

praymaryশূন্য ফলাফল প্রাপ্ত বিদ্যালয়গুলো হলো-রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার সরকারপাড়া জুনিয়র বালিকা উচ্চ বিদ্যালয়, অংশগ্রহণকারী পরীক্ষার্থী ৫ জন, গাইবান্ধা জেলার সাদুল্লাহপুর উপজেলার জয়েনপুর আদর্শ জুনিয়র উচ্চ বিদ্যালয়, অংশগ্রহণকারী পরীক্ষার্থী মাত্র একজন, নীলফামারী জেলার জলঢাকা উপজেলার বালাগ্রাম জুনিয়র উচ্চ বালিকা বিদ্যালয়, অংশগ্রহণকারী পরীক্ষার্থী ২জন, একই জেলার সৈয়দপুর উজেলার মধুপুর নয়াহাট জুনিয়র মাধ্যমিক বিদ্যালয়, অংশগ্রহণকারী পরীক্ষার্থী ৬ জন, কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার পায়রাডাঙ্গা জুনিয়র বিদ্যালয় অংশগ্রহণকারী পরীক্ষার্থী ১১ জন, একই জেলার একইি উপজেলা বড়মনি জুনিয়র উচ্চ বিদ্যালয় অংশগ্রহণকারী পরীক্ষার্থী ৫জন, একই উপজেলার জামতলা জুনিয়র বালিকা উচ্চ বিদ্যালয় অংশগ্রহণকারী পরীক্ষার্থী  মাত্র একজন, দিনাজপুর জেলার পার্বতীপুর উজেলার শিয়ালকোট উচ্চ বিদ্যালয় অংশগ্রহণকারী পরীক্ষার্থী ৩ জন, একই জেলার নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া জুনিয়র মডেল বালিকা উচ্চ বিদ্যালয় অংশগ্রহণকারী পরীক্ষার্থী ৩ জন, একই জেলার খানসামা উপজেলার মারগাঁও আদর্শ জুনিয়র বিদ্যালয় অংশগ্রহণকারী পরীক্ষার্থী মাত্র একজন, ঠাকুরগাঁও সদর উপজেলার কালিকাগাঁও সাহাপাড়া জুনিয়র বিদ্যালয় অংশগ্রহণকারী পরীক্ষার্থী ৩ জন, একই জেলার পীরগঞ্জ উপজেলার শহীদ আতিউর রহমান জুনিয়র উচ্চ বিদ্যালয় অংশগ্রহণকারী পরীক্ষার্থী ২ জন, একই জেলার রাণীশংকৈল উপজেলার প্রাকপুর জুনিয়র বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষার্থী অংশগ্রহণকারী মাত্র একজন, পঞ্চগড় জেলার বোদা উপজেলার বলরামহাট জুনিয়র মডেল বালিকা উচ্চ বিদ্যালয় অংশগ্রহণকারী পরীক্ষার্থী ২ জন এবং একই জেলার আটোয়ারী উপজেলার চাপড়াঝড় আদর্শ জুনিয়র বিদ্যালয়, অংশগ্রহণকারী পরীক্ষার্থী ৩ জন। এসব বিদ্যালয়ের কোন পরীক্ষার্থীই পাশ করতে পারেনি।

দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. তোফাজ্জুর রহমান জানান, যেসব বিদ্যালয় হতে কোন পরীক্ষার্থী পাশ করতে পারেনি (শূন্য ফলাফলপ্রাপ্ত বিদ্যলয়) এসব বিদ্যালয়ের বিরুদ্ধে বোর্ডের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হবে।