১৩তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষার নম্বর ২০

মৌখিক পরীক্ষায় ২০ নম্বর বরাদ্দ রাখার সিদ্ধান্ত নিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃক্ষ। এর মধ্যে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার সনদের জন্য ১২ নম্বর এবং সংশ্লিষ্ট বিষয়ের ওপর জ্ঞান ও প্রকাশ ক্ষমতা ইত্যাদির ওপর ৮। ২৯ আগস্ট অনুষ্ঠিত নিবন্ধন কর্তৃপক্ষের নির্বাহী বোর্ডের ৬৬তম সভায় এ সিদ্ধান্ত চূড়ান্ত হয়।
মৌখিক পরীক্ষায় বিশেষজ্ঞ হিসেবে থাকবেন বি সি এস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তাগণ।
যদিও বোর্ডের ৬৩ তম সভায় ২৫ নম্বরের মৌখিক পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হয়েছিল। পরবর্তীতে বিশেষজ্ঞগণের পরামর্শে ২০ নম্বর রাখা হয়।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের নভেম্বরের শেষ সপ্তাহ থেকে মৌখিক পরীক্ষা নেয়া হবে।  লিখিত পরীক্ষার ফল এখনও প্রকাশ হয়নি।
এন্ট্রি লেভেলে শিক্ষক নিয়োগের জন্য প্রার্থী বাছাইয়ের ক্ষমতা শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষের। আগে এটি শিক্ষা প্রতিষ্ঠান ব্যবস্থাপনা কমিটির হাতে ছিল। বর্তমানে অধ্যক্ষ-উপাধ্যক্ষ-প্রধানশিক্ষকসহ কর্মচারি নিয়োগের ক্ষমতা ব্যবস্থাপনা কমিটির হাতেই রয়েছে।

সূত্র: দৈনিক শিক্ষা