১২৩ শিক্ষকের পদ শূন্য

নওগাঁর সাপাহার উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২২ প্রধান শিক্ষক এবং রাজস্ব ও পিডিবি-৩ সহ সহকারী শিক্ষকের মোট ১০১ টি পদ শুন্য রয়েছে। এতে অবিভাবকহীন ভাবে শিক্ষা কার্যক্রম কিছুটা ব্যহত হচ্ছে বলে উপজেলার অভিভাবক মহল মনে করছেন।

Primary20150617180307উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সুত্রে জানা গেছে, উপজেলার মোট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৯৬ টি। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে বর্তমানে মোট রাজস্ব ও পিডিবি-৩ সহ ১০১ টি পদ শূন্য রয়েছে। উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২২টি প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে।

বিদ্যালয় গুলো হচ্ছে সাপাহার মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়, গৌরিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, তুলশীডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়, বৈকন্ঠপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, মির্জাপুর বোরা সরকারী প্রাথমিক বিদ্যালয়, কামাশপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, চক গোপাল সরকারী প্রাথমিক বিদ্যালয়, উমইল সরকারী প্রাথমিক বিদ্যালয়, উত্তর করমুডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়, কল্যানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, রোদগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়, চাঁচাহার সরকারী প্রাথমিক বিদ্যালয়, ভিকনা সরকারী প্রাথমিক বিদ্যালয়, মদনশিং সরকারী প্রাথমিক বিদ্যালয়, পদলপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, তিলনা সরকারী প্রাথমিক বিদ্যালয়, বাদ উপরইল সরকারী প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম হরিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, ফুরকুটি ডাঙ্গা অলক সরকারী প্রাথমিক বিদ্যালয়, তিলনা-২ সরকারী প্রাথমিক বিদ্যালয়, শাহাবাজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও টেংরাকুড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শহীদুল ইসলাম উপরোক্ত বিষয়ের সত্যতা স্বীকার করে বলেন, শূন্য পদের বিষয়ে কর্তৃপক্ষের নিকট লিখিতভাবে একাধিকবার আবেদন করা হয়েছে।

সূত্র: দৈনিক শিক্ষা