১লা জানুয়ারি বই উৎসব

138_large_amar-bangla-boi-class-3 200110305_94962b6118

আগামী বছর ১ জানুয়ারি সারা দেশের স্কুলে একসঙ্গে বই উৎসব করা হবে। এজন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেয়া হয়েছে। নির্ধারিত সময়ের ১০ দিন আগেই ৯০ শতাংশ স্কুলে সরকারি বই পৌঁছে গেছে। চলতি সপ্তাহে বাকি সব স্কুলে বই পৌঁছে দেয়া হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়।

মঙ্গলবার দুপুরে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মোঃ মোতাহার হোসেন। বৈঠকে কমিটির সদস্য মন্ত্রী মোস্তাফিজুর রহমান, আখম জাহাঙ্গীর হোসাইন, নজরুল ইসলাম বাবু, মোঃ আবুল কালাম, আলী আজম, মোহাম্মদ ইলিয়াছ, উম্মে রাজিয়া কাজলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে আখম জাহাঙ্গীর হোসাইন জানান, এরই মধ্যে উপজেলা পর্যায়ে ৯০ শতাংশ বই পৌঁছে দেয়া হয়েছে। বাকি ১০ শতাংশও দ্রুত পৌঁছে যাবে বলে কর্মকর্তারা আশ্বস্ত করেছেন। তিনি বলেন, প্রাথমিকের বই সময়মতো পৌঁছে দেয়া গেলেও প্রাক-প্রাথমিকের বই পৌঁছানো কঠিন হয়ে যাবে। কারণ প্রেসে একটু ঝামেলা হয়েছে। তারা বলেছে, প্রাক-প্রাথমিকের বই পৌঁছাতে ১০ জানুয়ারি পর্যন্ত সময় লেগে যেতে পারে।
এদিকে কমিটির বৈঠকে বিদ্যালয়বিহীন এলাকায় ১ হাজার ৫০০ প্রাথমিক বিদ্যালয় স্থাপন প্রকল্পের কাজ শুরুর তাগিদ দেয়া হয়েছে। এজন্য প্রয়োজনীয় জায়গা না পাওয়া গেলে সরকার কর্তৃক জায়গা অধিগ্রহণের সুপারিশ করা হয়েছে। এছাড়া নতুন জাতীয়করণকৃত যেসব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা এখনও বেতন পাননি, অবিলম্বে তাদের বেতন দেয়ার সুপারিশ করা হয়েছে।