স্টামফোর্ড ইউনিভার্সিটিতে ভর্তি ফরম বিতরণ চলছে

38579988

স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর স্প্রিং ২০১৫ সেশনে ১৩ টি বিভাগে স্নাতক (ব্যাচেলর) এবং স্নাতকোত্তর (মাস্টার্স) পর্যায়ে ২৮ টি প্রোগ্রামে ভর্তি ফর্ম বিতরণ চলছে। সকল প্রোগ্রামের ফর্ম জমাদানের শেষ তারিখ ৩ ডিসেম্বর।

 

লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ৫ ডিসেম্বর বেলা ৩ টায়। লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ৯ ডিসেম্বর। ফলাফল প্রকাশ করা হবে ১০ ডিসেম্বর।

 

বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ জানায়, জিপিএ ৮.০ প্রাপ্তদের স্নাতক পর্যায়ের সকল প্রোগ্রামে সরাসরি ভর্তির সুযোগ রয়েছে। স্নাতক পর্যায়ে ভর্তির আবেদন করার জন্য মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক উভয় পরীক্ষায় কমপক্ষে পৃথকভাবে জিপিএ ২.৫০ থাকতে হবে। স্নাতকোত্তর পর্যায়ে ভর্তির আবেদনের জন্য মাধ্যমিক, উচ্চ-মাধ্যমিক ও স্নাতক পর্যায়ে কমপক্ষে ৬ পয়েন্ট থাকতে হবে। তবে স্নাতক পর্যায়ে তৃতীয় শ্রেণী থাকলে কমপক্ষে ৭.০ পয়েন্ট থাকতে হবে। স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ের সকল বিষয়ের ভর্তি ফর্মের মূল্য ৫০০ টাকা।
ই-মেইল: [email protected],ওয়েব পেজ : www.stamforduniversity.edu.bd