‘সোশ্যিও ক্যাম্প’ প্রতিযোগিতার রেজিস্ট্রেশন শুরু হচ্ছে

প্রতি বছরের মতো এবারও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল সার্ভিসেস ক্লাব ‘সোশ্যিও ক্যাম্প’ প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে। এজন্য বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে টানা নবম বছরের মতো রেজিস্ট্রেশন শুরু হয়েছে। গেল ২০শে অক্টোবর থেকে শুরু হওয়া রেজিস্ট্রেশন কার্যক্রম চলবে ২৫শে অক্টোবর পর্যন্ত। এবারও প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন গ্রুপ পাবে এক লাখ ২০ হাজার টাকা, প্রথম রানার্সআপ গ্রুপ পাবে ৭০ হাজার টাকা এবং দ্বিতীয় রানার্সআপ গ্রুপ পাবে ৪০ হাজার টাকা। সোশ্যাল সার্ভিসেস ক্লাব সূত্রে জানা গেছে, ২০১০ সালে সোশ্যিও ক্যাম্পের কার্যক্রম শুরু হয়। ২০১১ সালে ব্যাপক আকারে এর কার্যক্রম বিস্তৃত হয়। ওই বছর থেকেই রাজধানীর সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নেয়ার সুযোগ পাচ্ছেন। ক্লাব সূত্রে জানা গেছে, ঢাকা মহানগরীর শিক্ষার্থীরা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল সার্ভিসেস ক্লাবে সকাল নয়টা থেকে সন্ধ্যার মধ্যে রেজিস্ট্রেশন করতে পারবেন।

এ ছাড়া ক্লাবটির ওয়েব সাইট অ্যাড্রেসে গিয়েও রেজিস্ট্রেশন করা যাবে। প্রত্যেক দলে সর্বোচ্চ চার জন এবং সর্বনিম্ন তিনজন সদস্য থাকতে হবে। প্রত্যেক দল থেকে একজনকে ওয়ার্কসপে অংশ নেয়ার সুযোগ দেয়া হবে। এ ছাড়া দলের প্রতি সদস্যকে একই প্রতিষ্ঠানের শিক্ষার্থী হতে হবে।