সেন বংশ

০১. সেন বংশের প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ হেমন্তসেন।
০২. সেন বংশ প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তরঃ ১০৫০ সালে।
০৩. সেন বংশের শ্রেষ্ঠ সম্রাট কে?
উত্তরঃ বিজয়সেন।
০৪. সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ বিজয়সেন।
০৫. বিজয় সেনের রাজত্বকাল কোন সময় পর্যন্ত বিস্তৃত ছিল?
উত্তরঃ ১০৯৮-১১৬০ খ্রিস্টাব্দ পর্যন্ত।
০৬. সেন বংশের প্রথম রাজা কে ছিলেন?
উত্তরঃ হেমন্ত সেন।
০৭. বল্লাল সেনের উল্লেখযোগ্য রচনাবলি কী?
উত্তরঃ দানসাগর ও অদ্ভুত সাগর।
০৮. বল্লাল সেনের উল্লেখযোগ্য রচনাবলি কী?
উত্তরঃ বিজয় সেনের শাসনামলে (১০৯৮-১১৬০)
০৯. সেন বংশের সর্বশেষ রাজা কে?
উত্তরঃ বিজয় সেনের পুত্র।
১০. বখতিয়ার খিলজী বাংলা আক্রমণ করেন কখন?
উত্তরঃ ১২০৪ খ্রিষ্টাব্দে।