সুশাসন, মূল্যবোধ ও নৈতিকতা (2014-12-23)

০১. প্রশাসনের উপর পূর্ণ কর্তৃত্ব কার হাতে ন্যস্ত থাকে ?
(ক) সরকার       (খ) জনগণের      (গ) মন্ত্রীগণের     (ঘ) পুলিশ বাহিনীর
সঠিক উত্তরঃ জনগণের
০২. নিচের কোনটি নাগরিক অধিকার সংরক্ষণ করে ?
(ক) আইনের শাসন          (খ) সাম্য            (গ) নৈতিক মূল্যবোধ        (ঘ) ন্যায়বিচার
সঠিক উত্তরঃ আইনের শাসন
০৩. ‘মতামত প্রকাশের অধিকার’ কোন শ্রেণির অধিকার অন্তর্ভুক্ত ?
(ক) অর্থনৈতিক অধিকার  (খ) রাজনৈতিক অধিকার  (গ) সামাজিক অধিকার     (ঘ) নৈতিক অধিকার
সঠিক উত্তরঃ রাজনৈতিক অধিকার
০৪. বাংলাদেশ কতবার বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে চিহ্নিত হয়েছে ?
(ক) ৩ বার         (খ) ৪ বার          (গ) ৫ বার          (ঘ) ৬ বার
সঠিক উত্তরঃ বার
০৫. “মানুষ প্রকৃতিগতভাবেই সামাজিক রাজনৈতিক জীব” উক্তিটি কার ?
(ক) প্লেটো          (খ) উইলোবি      (গ) রুশো           (ঘ) এরিস্টটল
সঠিক উত্তরঃ এরিস্টটল
০৬. সুশাসন শব্দটি সমর্থন করে-
(ক) মানবাধিকার নিশ্চয়তা বিধানকে
(খ) স্বাধীন বিচার বিভাগ থাকাকে
(গ) শাসক ও শাসিতের মধ্যে বিদ্যমান সুসম্পর্ক বজায় রাখা
(ঘ) সবকটি
সঠিক উত্তরঃ সবকটি
০৭. “আইন হলো আবেগবর্জিত যুক্তি” উক্তিটি কার ?
(ক) অধ্যাপক হল্যান্ড        (খ) থমাস হবস   (গ) জন অস্টিন   (ঘ) এরিস্টটল
সঠিক উত্তরঃ থমাস হবস
০৮. কোন ধরনের সমাজব্যবস্থায় রাজনৈতিক দলের প্রয়োজনীয়তা অপরিহার্য ?
(ক) সামরিকতন্ত্র (খ) সমাজতন্ত্র     (গ) স্বৈরতন্ত্র        (ঘ) গণতন্ত্র
সঠিক উত্তরঃ গণতন্ত্র
০৯. সমাজে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীকে ‘লবি গ্রুপ’ বলে আখ্যায়িত করেছেন  কে ?
(ক) আলমন্ড       (খ) পাওয়েল       (গ) এস.ই. ফাইনার          (ঘ) ডেভিড ট্রুমান
সঠিক উত্তরঃ পাওয়েল
১০. লাস্টেরটায় একটা কম ছিল-
(ক) আলমন্ড       (খ) পাওয়েল       (গ) এস.ই.ফাইনার           (ঘ) ডেভিড ট্রুম্যান
   সঠিক উত্তরঃ পাওয়েল