সুইজারল্যান্ডে স্কলারশিপের আবেদন শেষ ২৮ নভেম্বর

study in switzerland

বিদেশি ও মেধাবী শিক্ষার্থীদের স্কলারশিপ দেবে সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি অব বার্ন। স্কলারশিপ প্রাপ্তরা সেখানে মাস্টার্স ডিগ্রি করার সুযোগ পাবে। স্কলারশিপ হিসেবে প্রতি মাসে পাওয়া যাবে ১ লাখ ৩২ হাজার টাকা। কোন টিউশন ও পরীক্ষা ফি লাগবে না।

আবেদনকারীকে ইংরেজিতে দক্ষ হতে হবে, সুইজারল্যান্ডের নাগরিক হওয়া যাবে না, সে দেশের বিশ্ববিদ্যালয় থেকে কোনো ধরণের সার্টিফিকেটধারি হওয়া যাবে না। অনার্স যে বিষয়ে পড়েছেন মাস্টার্স সে বিষয়েই পড়তে হবে, গত ৫ বছরের মধ্যে সম্পন্ন করা অনার্সের সার্টিফিকেট লাগবে।

স্কলারশিপের জন্য ২৮ নভেম্বর ২০১৪ এর মধ্যে আবেদন করতে হবে। বিস্তারিত তথ্যের জন্য বিশ্ববিদ্যালয়টির নিজস্ব ওয়েব সাইট : http://www.int.unibe.ch/content/incoming/master_grant/index_eng.html ভিজিট করা যাবে।#