সুইজারল্যান্ডে বৃত্তিসহ মাস্টার্স করার সুযোগ

সুইজারল্যান্ডে স্কলারশীপসহ মাস্টার্স করার জন্য আগ্রহী শিক্ষার্থীদের থেকে আবেদন আহ্বান করা হয়েছে। সেখানকার ইউনিভার্সিটি অব লুসানে দশজন শিক্ষার্থীকে মেধার ভিত্তিতে স্কলারশীপ দিবে। বাংলাদেশি শিক্ষার্থীরাও আবেদন করতে পারবে। আবেদন করার শেষ তারিখ ১৫ ডিসেম্বর, ২০১৬।

ইউনিভার্সিটি অব লুসানে সুইজারল্যান্ডের প্রথম সারির বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম। ১৫৩৭ সালে বিশ্ববিদ্যালয়টি স্কুল অব থিওলজি হিসেবে যাত্রা শুরু করে। পরবর্তীতে ১৮৯০ সালে  এটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়। বর্তমানে প্রায় সাড়ে তের হাজার শিক্ষার্থী ও আড়াই হাজার গবেষক নিয়ে এ বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চলছে।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী যোগ্যতা অনুযায়ী অল্পকিছু বিষয় ছাড়া বিশ্ববিদ্যালয়ের সকল বিষয়েই মাস্টার্সে পড়তে পারবে।

স্কলারশীপ: নির্বাচিত শিক্ষার্থী প্রতিমাসে ১৬০০ সুইস ফ্রাঙ্ক আর্থিক সহায়তা পাবে। আবাসন ও টিউশন ফি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বহন করবে। এছাড়া অন্যান্য সকল খরচ শিক্ষার্থীকে বহন করতে হবে।

ভাষাগত যোগ্যতা: শিক্ষার্থীকে অবশ্যই আইএলটিএস অথবা টোফেল এ উল্লেখযোগ্য স্কোর অর্জন করতে হবে।

আবেদন প্রক্রিয়া: শিক্ষার্থীকে প্রয়োজনীয় কাগজপত্র সহ পূরণকৃত আবেদনপত্র ডাকযোগে বিশ্ববিদ্যালয়ের ঠিকানায় প্রেরণ করতে হবে। আবেদন পত্র ডাউনলোড ও পূরণ করার নির্দেশনার জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইডে ভিজিট করুন।