সাধারণ বিজ্ঞান (২০১৫-০৫-১৫)

*** যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে : দর্পণ।
*** মানুষের স্পাইনাল কর্ডের দৈর্ঘ্য : ১৮ ইঞ্চি প্রায়।
*** মাছ অক্সিজেন নেয় : পানির মধ্যে দ্রবীভূত বাতাস হতে।
*** বাদুড় চলাফেরা করে : সৃষ্ট শব্দের প্রতিধ্বনি শুনে।
*** এনজিও প্লাষ্টি হচ্ছে : হ্রৎপিন্ডের বন্ধ শিরা বেলুনের সাহায্যে ফুলানো।
*** আমাদের দেহকোষ রক্ত হতে গ্রহণ করে : অক্সিজেন ও গ্লুকোজ।
*** যখন সূর্য ও পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করে তখন হয় : সূর্য গ্রহণ।
*** ‘গ্যালিলিও’ হলো : পৃথিবী থেকে পাঠানো বৃহস্পতির একটি কৃত্রিম উপগ্রহ।