সাধারণ বিজ্ঞান (২০১৫-০১-২১)

০১. স্ব-পরাগায়নের অসুবিধা কোনটি?
(ক) পরাগায়ন নিশ্চিত
(খ) পরাগরেণু কম নষ্ট হয়
(গ) প্রজাতির বিশুদ্ধতা রক্ষিত হয়
(ঘ) বাহকনির্ভরতা কম
উত্তরঃ প্রজাতির বিশুদ্ধতা রক্ষিত হয়
০২. পর-পরাগায়নের সুবিধা বা গুরুত্ব হলো-
(ক) জীবনী শক্তি বেশি হয়
(খ) অভিযোজন ক্ষমতা বৃদ্ধি পায়
(গ) নতুন প্রজাতি সৃষ্টি হয়
(ঘ) সবগুলোই
উত্তরঃ সবগুলোই
০৩. পর-পরাগায়নের অসুবিধা হলো-
(ক) প্রজাতির বিশুদ্ধতা নষ্ট হয়
(খ) পরাগায়ন অকেটা অনিশ্চিত ও রেণু নস্ট হয়
(গ) বাহকের উপর পরাগায়ন নির্ভরশীল
(ঘ) সবগুলোই
উত্তরঃ বাহকের উপর পরাগায়ন নির্ভরশীল
০৪. পতঙ্গ পরাগী ফুলের পরাগায়ন ঘটে পতঙ্গের-
(ক) প্রজননের সময়
(খ) মধুগ্রহণের সময়
(গ) বিচরনের সময়
(ঘ) সবগুলোই
উত্তরঃ মধুগ্রহণের সময়
০৫. মূলের সাহায্যে প্রজনন হয় কোনটি?
(ক) চন্দ্রমল্লিকা
(খ) কাকরোল
(গ) কাণ্ড
(ঘ) শিমুল
উত্তরঃ কাকরোল
০৬. কে এ অভিমত প্রকাশ করেন যে, “সকল পার্থিব পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র অভিবাজ্য অংশ দ্বারা গঠিত?
(ক) চ্যাডউইক
(খ) ডেমোক্রিটাস
(গ) ডন ডালটন
(ঘ) অ্যারিস্টটল
উত্তরঃ ডেমোক্রিটাস
০৭. আধুনিক রসায়নের প্রতিষ্ঠাতা কে?
(ক) অ্যারিস্টটল
(খ) নীলস বোর
(গ) চ্যাডউইক
(ঘ) ডল ডাল্টন
উত্তরঃ ডল ডাল্টন
০৮. পারমাণবিক ভর বা ওজন ধারণার প্রবর্তক কে?
(ক) জন ডাল্টন
(খ) গে-লস্যাক
(গ) নিউটন
(ঘ) বার্জেলিয়াস
উত্তরঃ জন ডাল্টন
০৯. ময়লার দুর্গন্ধ ছড়িয়ে পড়ে কোন প্রক্রিয়ার মাধ্যমে ?
(ক) ব্যাপন
(খ) ব্রাউনীয় গতি
(গ) অভিস্রবণ
(ঘ) দ্রবণ
উত্তরঃ ব্যাপন
১০. কোলয়েড কী?
(ক) কোলয়েড হচ্ছে বিশুদ্ধ দ্রবণ
(খ) কোনয়েড হচ্ছে অসমসত্ব মিশ্রণ
(গ) কোলয়েড কণাকে শক্তিশালী মাইক্রোস্কোপ দ্বারা দেখা যায় না
(ঘ) কোলয়েড হচ্ছে বিশুদ্ধ দ্রবণ এবং অসসমত্ব মিশ্রণের মধ্যবর্তী অবস্থা
উত্তরঃ  কোলয়েড হচ্ছে বিশুদ্ধ দ্রবণ এবং অসসমত্ব মিশ্রণের মধ্যবর্তী অবস্থা