সাধারণ বিজ্ঞান (২০১৫-০১-২০)

০১. হালকা বাতাস ও হালকা মেঘ দিয়ে গঠিত ঘুর্ণিঝড়ের কেন্দ্রকে কী বলে?
(ক) অয়ন
(খ) মাথা
(গ) ক + খ
(ঘ) কোনটি নয়
উত্তরঃ অয়ন
০২. পৃথিবীতে সূর্য থেকে আলো আসতে কত সময় লাগে?
(ক) ৮.৩২ মিনিট
(খ) ৮ মিনিট
(গ) ৮.১৩ মিনিট
(ঘ) ৮.৪ মিনিট
উত্তরঃ ৮.৩২ মিনিট
০৩. পাপুয়া নিউগিনি কোন মহাদেশের দেশ?
(ক) এশিয়া
(খ) আফ্রিকা
(গ) ওশোনিয়া
(ঘ) আমেরিকা
উত্তরঃ ওশোনিয়া
০৪. উপদ্বীপের ইংরেজি প্রতিশব্দ নিচের কোনটি?
(ক) পেনিনসুলা
(খ) আইল্যান্ড
(গ) কেপ
(ঘ) আর্কিপিলাগো
উত্তরঃ পেনিনসুলা
০৫. IGU এর পূর্ণরূপ কী?
(ক) International Geographical Union
(খ) International Geographic Union
(গ) Inter Geographical Union
(ঘ) International Geographical Unity
উত্তরঃ International Geographical Union
০৬. পতঙ্গ আকৃষ্ট করার কাজ কোন অংশের ?
(ক) উপবৃত্তির
(খ) বৃতির
(গ) দলমণ্ডলের
(ঘ) স্ত্রীকেশরের
উত্তরঃ দলমণ্ডলের
০৭. ফুলের সবচেয়ে আকর্ষণীয় অংশ-
(ক) ৩টি
(খ) ৪টি
(গ) ৫টি
(ঘ) ৬টি
উত্তরঃ ৪টি
০৮. একটি আদর্শ ফুলের কয়টি অংশ থাকে?
(ক) ৩টি
(খ) ৪টি
(গ) ৫টি
(ঘ) ৬টি
উত্তরঃ ৫টি
০৯. পর —– পরাগায়িত উদ্ভিদের প্রধান বৈশিষ্ট্য কি?
(ক) দুটি ফুলের জিনোটাইপ একই রকমের থাকে
(খ) দুটি ফুলের জিনোটাইপ ভিন্নতর থাকে
(গ) একইগাছে দুটি ফুলের মাঝে পরাগায়ন ঘটে
(ঘ) একই গাছের একটি ফুলের পরাগায়ন হয়
উত্তরঃ দুটি ফুলের জিনোটাইপ ভিন্নতর থাকে
১০. ভুট্টা ফুলের পরাগায়ন কোন ধরনের?
(ক) পতঙ্গ পরাগী
(খ) পানি পরাগী
(গ) প্রাণী পরাগী
(ঘ) বায়ু পরাগী
উত্তরঃ বায়ু পরাগী