সাধারণ বিজ্ঞান (২০১৫-০১-০৩)

০১. আমাদের পাকস্থলীতে খাদ্য হজম করার জন্য দরকারি কত?
(ক) ২
(খ) ৫
(গ) ১০
(ঘ) ৭
উত্তরঃ ২
০২. নিচের কোনটি কাপড় কাচার সোডা?
(ক) CuSO4 5H2O
(খ)  FeSO47H2O
(গ)  Na2CO310H2O
(ঘ)  NaHCO3
উত্তরঃ  Na2CO310H2O
০৩. নিচের কোনটি কৃত্রিম তন্তু?
(ক) তুলা
(খ) রেয়ন
(গ) পাট
(ঘ) লিলেন
উত্তরঃ রেয়ন
০৪. অ্যানথ্রইট কয়লায় শতকরা কতভাগ কার্বন থাকে?
(ক) ৩০ ভাগ
(খ) ৯৫ ভাগ
(গ) ২৭ ভাগ
(ঘ) ৭০ ভাগ
উত্তরঃ ৯৫ ভাগ
০৫. নিচের কোনটি ম্যাগনেটাইট?
(ক) Fe3O4
(খ)  Al2O3
(গ)  Fe2O3
(ঘ)  SiO2
উত্তরঃ  Fe3O4
০৬. মানবদেহে কয় প্রকার অ্যামোাইনো এসিড আছে?
(ক) ২০
(খ) ১০
(গ) ৬৪
(ঘ) ১৬
উত্তরঃ ২০
০৭. কোনটি পানিতে দ্রবণীয় ভিটামিন?
(ক) A
(খ) D
(গ) K
(ঘ) C
উত্তরঃ C
০৮. একজন পূর্ণ বয়ষ্ক মানুষের রক্তের পরিমাণ কত?
(ক) ১-২ লিটার
(খ) ৬-৭ লিটার
(গ) ১০ লিটার
(ঘ) ৫-৬ লিটার
উত্তরঃ ৫-৬ লিটার
০৯. WBC এর আয়ুষ্কাল কত?
(ক) ১২০ দিন
(খ) ১-১৫ দিন
(গ) ৪ মাস
(ঘ) ৫-১০ দিন
উত্তরঃ ১-১৫ দিন
১০. স্বাভাবিক অবস্থায়, রক্তে উপস্থিত বিলিরুবিনের পরিমাণ কত?
(ক) 0.2-1 mg/dl
(খ) 2-3 mg/dl
(গ) 0.2-0.3mg/dl
(ঘ) 1-2 mg/dl
উত্তরঃ 0.2-1 mg/dl