সাধারণ বিজ্ঞান (২০১৪-১২-১৮)

০১. নিচের কোনটিকে পৃথিবী তৈরির প্রধান উপাদান হিসেবে ধরা হয়?
(ক) কার্বন
(খ) সিলিকন
(গ) পানি
(ঘ) মাটি
উত্তরঃ সিলিকন
০২. সমুদ্রপৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ কত?
(ক) ২০০ সে. মি.
(খ) ১২ সে. মি.
(গ) ৭৬ সে. মি.
(ঘ) ৮৬ সে. মি.
উত্তরঃ ৭৬ সে. মি.
০৩. ‘মাইকেল বপ ও এলান হেল’ চারশো বছরের মধ্যে উজ্জ্বলতম ধূমকেতু আবিষ্কার করেন, ধূমকেতুটির নাম কি?
(ক) হেলবপ
(খ) বপহেল
(গ) মাইলান
(ঘ) এরিম্পো
উত্তরঃ হেলবপ
০৪. কার্বন ডাই অক্সাইড ছাড়া আর কোন গ্যাস গ্রীন হাউজ ইফেক্টের জন্য দায়ী ?
(ক) ক্লোরোফ্লোরো কার্বন
(খ) নাইট্রোজেন
(গ) হিলিয়াম
(ঘ)আর্গন
উত্তরঃ ক্লোরোফ্লোরো কার্বন
০৫. বায়ুম-লের ওজোন স্তারের ফাটলের জন্য নিচের কোন গ্যাস দায়ী?
(ক) নাইট্রোজেন
(খ) অক্সিজেন
(গ) ক্লোরোফ্লোরো
(ঘ) হিলিয়াম
উত্তরঃ ক্লোরোফ্লোরো
০৬. এমপি সারে কতভাগ পটাসিয়াম থাকে?
(ক) ৩৬%
(খ) ৪৫%
(গ) ৪৬%
(ঘ) ৬০%
উত্তরঃ ৬০%
০৭. ধান জাতীয় গাছের কুশি গজাতে সাহায্য করে কোনটি?
(ক) অক্সিজেন
(খ) হাইড্রোজেন
(গ) দস্তা
(ঘ) নাইট্রোজেন
উত্তরঃ নাইট্রোজেন
০৮. গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় কিসের অভাবে?
(ক) নাইট্রোজেন
(খ) পটাসিয়াম
(গ) ফসফরাস
(ঘ) সালফার
উত্তরঃ পটাসিয়াম
০৯. গাছে কোন পুষ্টির অভাব থাকলে জমিতে পানি সেচ নিশ্চিত করতে হবে?
(ক) লোহা
(খ) ম্যাঙ্গানিজ
(গ) পটাসিয়াম
(ঘ) কোবাল্ট
উত্তরঃ পটাসিয়াম
১০. সিলিন্ডারের ব্যাস মাপা যেতে পারে কোন যন্ত্রের সাহায্যে ?
(ক) মিটার স্কেলে
(খ) ভার্নিয়ার স্কেল
(গ) স্লাইড ক্যালিপার্স
(ঘ) গজকাঠি
উত্তরঃ স্লাইড ক্যালিপার্স