সাধারণ বিজ্ঞান (২০১৪-১১-২৫)

০১. ইনসুলিন নিঃসৃত হয় কোথা থেকে?
উত্তরঃ অগ্ন্যাশয় হতে
০২. সুষম খাদ্যের উপাদান কয়টি?
উত্তরঃ ৬টি
০৩. সালোকসংশ্লেষণ পরিমাণে হয়-
উত্তরঃ সবুজ আলোতে
০৪. বিদ্যুৎবাহী তারে পাখি বসলে সাধারণত বিদ্যুৎপৃষ্ট হয় না, কারণ-
উত্তরঃ মাটির সংগে সংযোগ হয় না
০৫. কোন জৈব অম্ল ?
উত্তরঃ এসিটিক এসিড
০৬. মানুষের স্পাইনাল কর্ডের দৈর্ঘ্য কত?
উত্তরঃ ১৮ ইঞ্চি (প্রায়)
০৭. ক্যান্সার রোগের কারণ কী?
উত্তরঃ কোষের অস্বাভাবিক বৃদ্ধি
০৮. নিউমোনিয়া রোগে আক্রান্ত হয় মানব দেহের-
উত্তরঃ ফুসফুস
০৯. হাড় ও দাঁতকে মজবুত করে-
উত্তরঃ আয়রন
১০. তাপ প্রর্য়োগে সবচেয়ে প্রসারিত হয় কোন পদার্থ ?
উত্তরঃ বায়বীয় পদার্থ