সাধারণ বিজ্ঞান (২০১৪-১১-১৮)

০১. রেফ্রিজারেটরে কোন গ্যাসের ব্যবহার করা হয়?
উত্তরঃ অ্যামোনিয়া ও ফ্রেয়ন
০২. জীবাশ্ম জ্বালানি দহনের ফলে বায়ুমণ্ডলে যে গ্রিন হাউস গ্যাসের পরিমাণ সবচেয়ে বৃদ্ধি পাচ্ছে-
উত্তরঃ কার্বন ডাই অক্সাইড
০৩. JUCN এর কাজ হলো বিশ্বব্যাপী-
উত্তরঃ প্রাকৃতিক সম্পদ রক্ষা করা
০৪. গ্রীন হাউস প্রক্রিয়া এদেশের জন্য ভয়াবহ আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে। ফলে-
উত্তরঃ সমুদ্রতলের উচ্চতা বেড়ে যেতে পারে
০৫. গ্রীন হাউস এফেক্টের পরিণতিতে বাংলাদেশের সবচেয়ে গুরুতর ক্ষতি কি হবে?
উত্তরঃ নিম্নভূমি নিমজ্জিত হবে
০৬. কোন ভিটামিন ক্ষতস্থান রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে?
উত্তরঃ ভিটামিন কে
০৭. মাটির পাত্রে পানি ঠাণ্ডা থাকে কেন?
উত্তরঃ মাটির পাত্র ভাল তাপ পরিবাহী
০৮. আকাশ মেঘলা থাকলে গরম বেশি লাগে কেন?
উত্তরঃ বজ্রপাতের ফলে তাপ উৎপন্ন হয় বলে
০৯. এন্টিবায়োটিকের কাজ-
উত্তরঃ জীবাণু ধ্বংস করা
১০. মাশরুম এক ধরনের-
উত্তরঃ ফাঙ্গাস