সাধারণ বিজ্ঞান (২০১৪-১১-০৩)

০১. পতঙ্গ আকৃষ্ট করার কাজ কোন অংশের ?
উত্তরঃ দলমণ্ডলের
০২. ফুলের সবচেয়ে আকর্ষণীয় অংশ-
উত্তরঃ ৪টি
০৩. একটি আদর্শ ফুলের কয়টি অংশ থাকে?
উত্তরঃ ৫টি
০৪. পর —– পরাগায়িত উদ্ভিদের প্রধান বৈশিষ্ট্য কি?
উত্তরঃ দুটি ফুলের জিনোটাইপ ভিন্নতর থাকে
০৫. ভুট্টা ফুলের পরাগায়ন কোন ধরনের?
উত্তরঃ বায়ু পরাগী
০৬. স্ব-পরাগায়নের অসুবিধা কোনটি?
উত্তরঃ প্রজাতির বিশুদ্ধতা রক্ষিত হয়
০৭. পর-পরাগায়নের সুবিধা বা গুরুত্ব হলো-
উত্তরঃ জীবনী শক্তি বেশি হয়, অভিযোজন ক্ষমতা বৃদ্ধি পায়, নতুন প্রজাতি সৃষ্টি হয়
০৮. পর-পরাগায়নের অসুবিধা হলো-
উত্তরঃ বাহকের উপর পরাগায়ন নির্ভরশীল
০৯. পতঙ্গ পরাগী ফুলের পরাগায়ন ঘটে পতঙ্গের-
উত্তরঃ মধুগ্রহণের সময়
১০. মূলের সাহায্যে প্রজনন হয় কোনটি?
উত্তরঃ কাকরোল