সাধারণ জ্ঞান (২০১৫-০৯-১০)

০১. SAARC-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
ক. কাঠমান্ডু
খ. ঢাকা
গ. করাচি
ঘ. দিল্লি
০২. রোকেয়া দিবস কোন তারিখে পালিত হয়?
ক. ৯ ডিসেম্বর
খ. ১০ জানুয়ারি
গ. ১৫ মে
ঘ. ৯ জুন।
০৩. বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম স্পিকার কে ছিলেন?
ক. তাজউদ্দিন আহমেদ
খ. এম. এ. জি ওসমানী
গ. এম. এইচ খন্দকার
ঘ. শাহ আবদুল হামিদ।
০৪. বাংলাদেশের সোর্ড অব অনার প্রাপ্ত প্রথম নারী কে?
ক. রাজিয়া সুলতানা
খ. তারামন বিবি
গ. মারজিয়া ইসলাম
ঘ. মারিয়া ইসলাম।
০৫. গৌতম বুদ্ধের জন্মস্থান লুম্বিনী কোন দেশে অবস্থিত?
ক. ভারত
খ. ভুটার
গ. শ্রীলংকা
ঘ. নেপাল
০৬. বিশ্বের সর্বাধিক জনবহুল দেশ কোনটি?
ক. ভারত
খ. রাশিয়া
গ. চীন
ঘ. যুক্তরাজ্য
০৭. বাগদাদ নগরের পতন হয় কোন সালে?
ক. ১০৫৮ খ্রি.
খ. ১১৫৮ খ্রি.
গ. ১৩৫৮ খ্রি.
ঘ. ১২৫৮ খ্রি.।
০৮. ভূমিকর কোন ধরনের কর?
ক. প্রত্যাশা কর
খ. পরোক্ষ কর
গ. মূল্যসংযোজন কর
ঘ. প্রবৃদ্ধি কর।
০৯. দি প্রিন্স-এর লেখক কে?
ক. প্লেটো
খ. রশো
গ. ম্যাকিয়াভেলি
ঘ. লক
১০. ব্যাডমিন্টন কোন দেশের জাতীয় খেলা?
ক. জাপান
খ. মালয়েশিয়া
গ. চীন
ঘ. ভারত।
উত্তর : ০১. ক ০২.ক ০৩.ঘ ০৪. গ ০৫. ঘ ০৬. গ ০৭. ঘ ০৮. ক ০৯. গ ১০. খ