সাধারণ জ্ঞান (২০১৫-০৬-২৫)

০১. হাজার হৃদের দেশ কোনটি?
ক. নরওয়ে
খ. ফিনল্যান্ড
গ. জাপান
ঘ. ইন্দোনেশিয়া
উত্তর: ফিনল্যান্ড
০২. মালয়েশিয়ার মুদ্রার নাম কি?
ক. রিংগিত
খ. বাথ
গ. পেসো
ঘ. ইয়েন
উত্তর: রিংগিত
০৩. ভূমধ্যসাগর ও উত্তর আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রনালীর অবস্থান?
ক. হরমুজ প্রণালী
খ. জিব্রাল্টার প্রণালী
গ. বসফরাস প্রণালী
ঘ. দার্দানেলিস প্রণালী
উত্তর: জিব্রাল্টার প্রণালী
০৪. তাসখন্দ চুক্তি কখন স্বাক্ষরিত হয়?
ক. ৬ সেপ্টেম্বর ১৯৬৫
খ. ১০ ডিসেম্বর ১৯৬৫
গ. ১০ জানুয়ারি ১৯৬৬
ঘ. ৩০ জানুয়ারি ১৯৬৬
উত্তর: ১০ জানুয়ারি ১৯৬৬
০৫. যুক্তরাষ্ট্র ও কিউবার মধ্যে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয় কবে?
ক. ১৯৫০ সালে
খ. ১৯৬০ সালে
গ. ১৯৭০ সালে
ঘ. ১৯৮০ সালে
উত্তর: ১৯৬০ সালে
০৬. নোবেল পুরস্কার কবে থেকে প্রচলিত হয়েছে?
ক. ১৯০০ সাল
খ. ১৯০১ সাল
গ. ১৯০২ সাল
ঘ. ১৯০৩ সাল
উত্তর: ১৯০১ সাল
০৭. কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি?
ক. শূন্য
খ. কঠিন
গ. তরল
ঘ. বায়বীয়
উত্তর: কঠিন
০৮.রঙিন টেলিভিশন থেকে কোন ক্ষতিকর রশ্মি বের হয়?
ক. গামা রশ্মি
খ. বিটা রশ্মি
গ. রঞ্জন রশ্মি
ঘ. কসমিক রশ্মি
উত্তর: গামা রশ্মি
০৯. কম্পিউটারের ডিজিটাল পদ্ধতির অভ্যন্তরে সাধারনত যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয় তাকে বলে-
ক. অক্টাল
খ. দশমিক
গ. হেক্রাডেসিমেল
ঘ. বাইনারী
উত্তর: বাইনারী
১০. পেনিসিলিয়াম আবিস্কার করেন কে?
ক. রবার্ট হুক
খ. টমাস আলভা এডিসন
গ. আলেকজান্ডার ফ্লেমিং
ঘ. জেমস ওয়াট
উত্তর: আলেকজান্ডার ফ্লেমিং