সাধারণ জ্ঞান (২০১৫-০৫-৩১)

০১. শহীদ সোহরাওয়ার্দি পাকিস্তানের প্রধাণমন্ত্রী হন কত সালে?
উত্তরঃ ১২ সেপ্টেম্ভর ১৯৫৬ সালে।
০২. প্রাচীন বাংলার শেষ হিন্দু রাজা কে ছিলেন?
উত্তরঃ লক্ষন সেন।
০৩. ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বখতিয়ার খিলজী নদীয়া আক্রমন করেন কত সালে?
উত্তরঃ ১২০৪ খ্রিঃ
০৪. প্রাচীন বাংলায় মুসলীম অধিপত্য প্রতিষ্ঠিত হয় কোন শতকে?
উত্তরঃ ত্রয়োদশ শতকে।
০৫. সুলতান মাহমুদ মোট কতবার ভারতবর্ষ আক্রমন করেন?
উত্তরঃ ১৭ বার।
০৬. সুলতান মাহমুদ কে ছিলেন?
উত্তরঃ গজনীর অধিপতি।
০৭. সার্কভুক্ত কোন দেশের মাথাপিছু আয় বেশি?
উত্তরঃ মালদ্বীপের।
০৮. লোহিত গ্রহ বলা হয় কোন গ্রহকে?
উত্তরঃ মঙ্গল গ্রহকে।
০৯. ইউরোপের প্লে গ্রাউন্ট বলা হয় কাকে?
উত্তরঃ সুইজারল্যান্ডকে।
১০. পূর্ববঙ্গ প্রদেশের প্রথম মুখ্যমন্ত্রী কে?
উত্তরঃ খাজা নাজিমউদ্দিন।