সাধারণ জ্ঞান- আন্তর্জাতিক (২০১৪-১২-২১)

০১. বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ কোনটি?
(ক) বাংলাদেশ
(খ) চীন
(গ) মোনাকো
(ঘ) ইন্দোনেশিয়া
উত্তরঃ মোনাকো
০২. পাকিস্তানের রাজধানীর নাম কি?
(ক) ঢাকা
(খ) ইসলামাবাদ
(গ) করাচি
(ঘ) লাহোর
উত্তরঃ ইসলামাবাদ
০৩. ‘Ground Zero’ কোন দেশে অবস্থিত?
(ক) ইরাক
(খ) ইরান
(গ) কুয়েত
(ঘ) ইসরাইল
উত্তরঃ ইরান
০৪. পশ্চিম তিমুর এর বর্তমান মর্যাদা কী?
(ক) ইন্দোনেশিয়ার একটি অঙ্গরাজ্য
(খ) একটি স্বাধীন দেশ
(গ) অস্ট্রেলিয়ার একটি প্রদেশ
(ঘ) কোনোটি ঠিক নয়
উত্তরঃ ইন্দোনেশিয়ার একটি অঙ্গরাজ্য
০৫. ‘সুবিক বে’ কোথায় অবস্থিত?
(ক) সিঙ্গাপুরে
(খ) জার্মানিতে
(গ) জাপানে
(ঘ) ফিলিপাইনে
উত্তরঃ ফিলিপাইনে
০৬. ‘অস্ট্রেলিয়া’ শব্দের অর্থ কী?
(ক) এশিয়ার উত্তরাঞ্চল
(খ) ইউরোপের পশ্চিমাঞ্চল
(গ) ইউরোপের পূর্বাঞ্চল
(ঘ) এশিয়ার দক্ষিণাঞ্চল
উত্তরঃ এশিয়ার দক্ষিণাঞ্চল
০৭. যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবনের নাম কি?
(ক) ক্রেমলিন
(খ) হোয়াইট হাউজ
(গ) বুশ হাউজ
(ঘ) হোয়াইট হল
উত্তরঃ হোয়াইট হাউজ
০৮. এৎড়ঁহফ তবৎড় কোন ঘটনার সঙ্গে জড়িত ?
(ক) ১/১১
(খ) ব্লাক সেপ্টেম্বর
(গ) সুনামী
(ঘ) ৯/১১
উত্তরঃ ৯/১১
০৯. ‘ইন্ডিয়া হাউজ’ কোথায় অবস্থিত?
(ক) দিল্লি
(খ) লন্ডন
(গ) নিউইয়র্ক
(ঘ) সিমলা
উত্তরঃ লন্ডন
১০. পূর্ব ও পশ্চিম জার্মানি কত সালে একত্রিত হয়?
(ক) ১৯৮০
(খ) ১৯৭০
(গ) ১৯৯০
(ঘ) ২০০০
উত্তরঃ ১৯৯০