সাধারণ জ্ঞান – আন্তর্জাতিক (২০১৪-১২-২০)

০১. কোনটি বিংশ শতাব্দীর শেষভাগে উপনিবেশবাদের নিগূঢ় থেকে মুক্ত হয়?
(ক) হংকং
(খ) শ্রীলংকা
(গ) ম্যাকাউ
(ঘ) বাংলাদেশ
উত্তরঃ ম্যাকাউ
০২. ভারতের ‘সেভেন সিস্টার্স’ রাজ্যসমূহের অন্তর্ভুক্ত নয়-
(ক) কেরালা
(খ) মনিপুর
(গ) ত্রিপুরা
(ঘ) মিজোরাম
উত্তরঃ কেরালা
০৩. ‘বর্ণবাদী নীতি’ কোথায় প্রচলিত ছিল?
(ক) দক্ষিণ আফ্রিকা
(খ) সয়ান্ডা
(গ) জিম্বাবুয়ে
(ঘ) পাপুয়া নিউগিনি
উত্তরঃ দক্ষিণ আফ্রিকা
০৪. ইরাকের মুদ্রার নাম কী?
(ক) ডলার
(খ) দিনার
(গ) রিয়াদ
(ঘ) রূপি
উত্তরঃ দিনার
০৫. Plam Island কোথায় তৈরি করা হয়েছিল?
(ক) মুম্বাই
(খ) নিউইয়র্কে
(গ) দুবাই
(ঘ) সিঙ্গাপুর
উত্তরঃ দুবাই
০৬. নেলসন ম্যান্ডেলার রাজনৈতিক দলের নাম কী?
(ক) ইনকাথা ফ্রিডম পার্টি
(খ) ন্যাশনালিস্ট পার্টি
(গ) আফ্রিকান পার্টি
(ঘ) আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস
উত্তরঃ আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস
০৭. মাউরি আদিবাসীরা বাস করে-
(ক) নিউজিল্যান্ডে
(খ) ফিজিতে
(গ) পাপুয়া নিউগিনিতে
(ঘ) মালয়েশিয়ায়
উত্তরঃ নিউজিল্যান্ডে
০৮. এশিয়ার প্রথম দেশ হিসেবে বিটকয়েন ফাউন্ডেশন যোগ দেয় কোন দেশ?
(ক) বাংলাদেশ
(খ) ভারত
(গ) পাকিস্তান
(ঘ) মালদ্বীপ
উত্তরঃ বাংলাদেশ
০৯. ২১ তম কমনওয়েলথ গেমস কোথায় অনুষ্ঠিত হবে?
(ক) ওয়েলিংটন, নিউজিল্যান্ড
(খ) মন্ট্রিল, কানডো
(গ) দিল্লি, ভারত
(ঘ) গোল্ডকোস্ট, অস্ট্রেলিয়া
উত্তরঃ গোল্ডকোস্ট, অস্ট্রেলিয়া
১০. সিরডাপের সর্বশেষ সদস্য দেশ-
(ক) ফিজি
(খ) নাইরু
(গ) ট্যুভ্যালু
(ঘ) কোস্টারিকা
উত্তরঃ কোস্টারিকা