সহকারী শিক্ষকদের বরখাস্তের ক্ষমতা শিক্ষক কর্মকর্তার হাতে

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বরখাস্তের ক্ষমতা দেয়া হয়েছে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের। এ সংক্রান্ত একটি পরিপত্র গত রোববার জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর।

প্রাথমিক শিক্ষা অধিদফতরের সহকারী পরিচালক (বিদ্যা-১) দেবেশ চন্দ্র সরকার স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়েছে, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের নিয়োগকারী কর্মকর্তা। সুতরাং সহকারী শিক্ষকদের সাময়িক বরখাস্তের আদেশ জারী ও প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন করবেন জেলা শিক্ষা কর্মকর্তা। এজন্য প্রাথমিক শিক্ষা অধিদফতরের নির্দেশনা ও প্রাশাসনিক অনুমতির প্রয়োজন নেই। তবে  বিএসআর পার্ট-১ এর ৭০-৭৩ বিধি নিবিড়ভাবে অনুসরণ পূর্বক যাবতীয় কার্যক্রম গ্রহণ করতে হবে।

প্রসঙ্গত, এর আগে শিক্ষকদের বরখাস্ত করার জন্য জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা প্রাথমিক শিক্ষা অধিদফতরের কাছে সুুপারিশ করতো এবং অধিদফতরের কর্মকর্তারা ব্যবস্থা নিতেন।