সরকারি মাধ্যমিক স্কুলে ভর্তি প্রক্রিয়া এবার অনলাইনে!

এবার দেশের সব সরকারি মাধ্যমিক স্কুলে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে অনলাইনে। এ সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এজন্য একটি ভর্তি নীতিমালা তৈরি করতে ইতোমধ্যেই বৈঠক করেছে মন্ত্রণালয়। আর বেসরকারি স্কুলের জন্য আলাদা একটি ভর্তি নীতিমালা চূড়ান্ত করতে আজ বৃহস্পতিবার বৈঠক করবে মন্ত্রণালয়।

সম্প্রতি অনুষ্ঠিত ওই বৈঠক সূত্রে জানা যায়- যেসব উপজেলা পর্যায়ের স্কুলে বিদ্যুৎ ও ইন্টারনেট সেবা পর্যাপ্ত নয়, তারা ইচ্ছে করলে ম্যানুয়াল পদ্ধতিতেও ভর্তি কার্যক্রম পরিচালনা করতে পারবেন। শুধু সরকারি নয়, বেসরকারি স্কুলগুলোর মধ্যে যেসব স্কুলের সক্ষমতা রয়েছে তাদেরও অনলাইনে ভর্তি কার্যক্রম পরিচালনা করতে হবে।

অপরদিকে গত বছরের মতো এবারও ঢাকা মহানগরীর সরকারি ও বেসরকারি স্কুলে ভর্তিতে নিজ নিজ এলাকার জন্য ৪০ শতাংশ কোটা বরাদ্দ থাকবে।