সমার্থক শব্দ বা প্রতিশব্দ (২০১৪-১০-১২)

পুষ্প : কুসুম, ফুল, রঙ্গনা, প্রসূন।
পুত্র : ছেলে, তনয়, নন্দন, দুলাল, আত্মজ।
বাতাস : বায়ু, অনিল, পবন, সমীরণ, প্রভঞ্জন, হাওয়া, সমীর।
বসন্ত : ঋতু, মধুকাল, রাগ।
বন্ধু : মিত্র, বান্ধব, সখা, সুহৃদ।
বন : অরণ্য, গহন, কান্তার, বিপিন, অটবি।
বৃক্ষ : তরু, শাখী, পাদপ, বিটপী, উদ্ভিদ।
বায়ু : বাতাস, অনিল, পবন, সমীর, হাওয়া।
বস্ত্র : বসন, অম্বর, পোশাক, পরিধেয়, পরিচ্ছদ।