সতর্ক থাকুন, জেনে নিন বজ্রপাতের সময় আপনার কি করণীয়

বজ্রপাতের সময় আপনার করণীয় সমূহ

  • যত তাড়াতাড়ি সম্ভব নিরাপদ স্থানে আশ্রয় নিন।
  • জানালা কিংবা খোলা স্থান থেকে দূরে থাকুন।
  • উপরে ছাদ আছে এমন জায়গায় চলে যান।
  • সম্ভব হলে টিনের ছাদ এড়িয়ে চলুন।
  • ধাতব কিংবা বৈদ্যুতিক কোন যন্ত্রপাতি ধরবেন না।
  • গাছ কিংবা যেকোন উঁচু জিনিষ যেমন: বিদ্যুতের খুঁটি, টাওয়ার থেকে দূরে থাকুন।
  • ঘন ঘন বজ্রপাতের সময় ইলেক্ট্রনিক্স যন্ত্রপাতি যেমন মোবাইল ফোন, ট্যাব, ল্যাপটপ, কম্পিউটার, ফ্রিজ ব্যবহার থেকে বিরত থাকুন।
  • নদী, পুকুর বা জলাশয় থেকে দূরে  থাকুন।
  • গাড়ীর ভেতর নিরাপদ হলেও গাড়ীর ধাতব অংশ স্পর্শ থেকে বিরত থাকুন।
  • বিদ্যুৎ চমকানো অবস্থায় মাঠ কিংবা খোলা জায়গায় না যাওয়াই ভাল।