শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার ফলাফল ২৯ অক্টোবর

দ্বাদশ শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার ফল আগামী ২৯ অক্টোবর প্রকাশ করা হবে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে গত ২৮ ও ২৯ আগস্ট অনুষ্ঠিত এ পরীক্ষায় সারাদেশের ৬০ হাজার ৮৭৫ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।
 Educarnival 29
বুধবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।
তিনি বলেন, দ্বাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষায় লিখিত পরীক্ষা গ্রহণের আগে গত ১২ জুন প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৪ লাখ ৮০ হাজার ৬৭০ জন আবেদনকারী অংশগ্রহণ করেন। উত্তীর্ণ হন ৭৫ হাজার ৯৮৯ জন, যা অংশগ্রহণকারী প্রতিযোগীর ১৫ দশমিক ৮১ ভাগ। তবে প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছিলেন ৫ লাখ ৩২ হাজার ৫২২ জন।
শিক্ষামন্ত্রী বলেন, এনটিআরসিএর মাধ্যমে এ যাবৎ একটি বিশেষ পরীক্ষাসহ ১২টি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে মোট উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা ৫ লাখ ৪০ হাজার ৩২৯।
তিনি বলেন, এ পর্যন্ত নিবন্ধন সনদধারী নিয়োগপ্রাপ্ত শিক্ষকের সংখ্যা ৬৩ হাজার ৪২। নিয়োগের অপেক্ষায় নিবন্ধন সনদপ্রাপ্ত প্রার্থী আছেন ৪ লাখ ৭৭ হাজার ২৮৭ জন। বর্তমানে শিক্ষকের শূন্য পদ আছে আনুমানিক ৪০ হাজার।
সংবাদ সম্মেলনে শিক্ষা সচিব নজরুল ইসলাম খানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন