শিক্ষক নিবন্ধনের ভাইভায় ইসলামের মৌলিক বিষয়ের ওপর গুরুত্ব

ত্রয়োদশ বেসরকারি শিক্ষক নিবন্ধনের ইসলামিক স্টাডিজ বিষয়ের মৌখিক পরীক্ষায় ইসলামের মৌলিক বিষয়ের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে কয়েক জনকে কিছু বিষয় আরবী এবং ইংরেজিতে অনুবাদ করতেও বলা হয়েছে।

রোববার (২রা এপ্রিল) রাজধানীর ইস্কাটন গার্ডেনে অবস্থিত এনটিআরসিএর কার্যালয়ে ১৩তম বেসরকারি শিক্ষক নিবন্ধনে ইসলামিক স্টাডিজ বিষয়ের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৮টি বোর্ডের অধীনে ৪০৮ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করে।

বাংলাদেশের শিক্ষাভিত্তিক একমাত্র জাতীয় অনলাইন পত্রিকা দৈনিক শিক্ষা ডটকম শুরু থেকেই মৌখিক পরীক্ষার ওপর ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করে আসছে। প্রতিদিন কয়েকজন পরীক্ষার্থীর সঙ্গে কথা বলা হয়। এতে উঠে আসে মৌখিক পরীক্ষার নানান বিষয়। ফলে মৌখিক পরীক্ষায় আগ্রহী পাঠকরা মৌখিক পরীক্ষা সম্পর্কে একটি মৌলিক ধারণা পেতে পারেন।

আরবী এবং ইসলামিক স্টাডিজ বিষয়ে পড়াশুনা শেষ করা আমির হোসেনের সাথে কথা হয়। তিনি এসেছিলেন চট্টগ্রাম থেকে। আমির বলেন, ‘আমার কাছে জানতে চাওয়া হয় যাকাত কী? কাদের ওপর যাকাত ফরজ করা হয়েছে? হজ্জ এবং ওমরাহ কী? মেরাজ সম্পর্কে বলুন। চট্টগ্রামকে বার আউলিয়ার পূণ্যভূমি বলা হয় কেন?’

চট্টগ্রাম ষোলশহরের আল জামেয়া আহমেদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসা থেকে পড়াশুনা শেষ করেছেন মো. মোস্তফা। তিনি বলেন, ‘৬ মিনিট মত আমাকে ইসলামের মৌলিক বিষয় এবং কিছু ইতিহাস থেকে প্রশ্ন করা হয়। জেরুজালেম কোথায় অবস্থিত? মুসলমানদের প্রথম কেবলা কোথায়? মুসা আঃ এর বংশধররা এখন কী নামে পরিচিত? ঈসা আঃ বংশধররা এখন কী নামে পরিচিত? এই দুই নবীর উপর কোন কিতাব নাযিল হয়? কখন সালাম দেওয়ার জন্য হাত উঠাতে হয়? কোন নবীর বংশধরদের মধ্য থেকে অনেক লোক একসাথে বানর হয়ে যায়? বোখারী শরীফ এবং আবু দাউদ শরীফের লেখকের নাম কী?’

মো. মোমিনুল ইসলাম নামের একজন প্রার্থীর সাথে কথা হয়। তিনি জানিয়েছেন তার অভিজ্ঞতার কথা। তিনি বলেন, ‘কালেমা কয় প্রকার এবং কী কী? ঈমানে মুজমাল কী? ‘বাদ’ এবং ‘মদ’ কী? ‘উত্তোলন’ শব্দের অর্থ কী?’

কুমিল্লা থেকে আসা মো. নজরুল ইসলামের সাথে কথা বলে জানা গেছে তার ভাইভা অভিজ্ঞতা। পড়াশুনা করেছেন কুমিল্লার আলিয়া কামিল মাদ্রাসা থেকে। ‘‘আমি ফাজিল পাস করেছি- এর আরবী এবং ইংরেজি করেন। ‘হাক্কুল্লাহ’ এবং ‘হাক্কুল বাইত’ কী উদাহরণসহ বলুন।’’ এই প্রশ্ন সমূহ তাকে জিজ্ঞাসা করা হয়।

মো. সাঈদুল ইসলাম আজাদের কাছে জানতে চাওয়া হয়, ইসমে মোরাব কাকে বলে? কীভাবে ইসমে মোরাব ‘ইরাব’ গ্রহণ করে? ইসমে মোরাব কত প্রকার?

সিংগুলা ইসলামিক কামিল মাদ্রাসা থেকে এসেছিলেন মনিরুজ্জামান। তার কাছে জানতে চাওয়া হয় তিনি কামিলে সে কী কী বিষয় নিয়ে পড়াশুনা করেছেন। কয়েকটা সুরার আয়াত বলে এই আয়াতগুলো নাযিলের প্রেক্ষাপট ও এর শানে নুযুল বলতে বলা হয় তাকে।
মো. ইব্রাহিম খলিল বলেন, ‘আমাকে জিজ্ঞাসা করা হয় আকাইদ শব্দের অর্থ কী? মুনসারেব এবং গায়েরে মুনসারেব কাকে বলে? আরবীতে আপনার নাম লিখেন। আপনার নামের তারকিব করেন।’

মো. নুর আলম নামের একজনের সাথে কথা হয়। পড়াশুনা করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। তিনি বলেন, ‘প্রথমে আমার নাম এবং পড়াশুনা সম্পর্কে কয়েকটা প্রশ্ন করা হয়। ‘আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষ করেছি’ এর আরবী করেন- এমন প্রশ্ন করা হয়। ইসমে ফায়েল কাকে বলে? কালাম কত প্রকার?’

আমিরুল মিল্লাতকে তিন মিনিট মত বিষয়ভিত্তিক প্রশ্ন করা ভাইভা বোর্ডে। তিনি বলেন, ‘আমার বিভিন্ন পরীক্ষার ফলাফল দেখে তারা আমাকে বললেন- আপনার রেজাল্ট তো অনেক ভাল। আপনার তো আরও পড়াশুনা করা উচিত। আমি বলেছি, বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরীর পরীক্ষা দিয়ে নিজের অভিজ্ঞতা বৃদ্ধি করার চেষ্টা করছি। আলিমে কোরানের কোন কোন সুরা ছিল আপনার? সুরা তাওবায় বিসমিল্লাহ নেই কেন? আনফাল শব্দের অর্থ কী? আনফালের বিপরীত শব্দ কী? বিষয়বস্ত হিসেবে হাদিস কয় প্রকার?’

নুরে আলম সিদ্দিকী তাফসীর বিভাগে পড়াশুনা করে এখন সহকারি মৌলভী বিষয়ের মৌখিক পরীক্ষা দিতে এসেছিলেন। প্রথমে তার কাছে ‘সিদ্দিক’ শব্দের অর্থ জানতে চাওয়া হয়। মোফাসসিরদের কী ধরনের গুনাবলী থাকা উচিত বলে আপনি মনে করেন? মুনাফিক এবং মুমিনের পরিচয় দিন। মুনাফিকদের পরিচয় সম্পর্কে রাসুলের (সাঃ) একটি হাদিস বলুন। শিক্ষকতা সম্পর্কে রাসুলের একটি হাদিস আছে সেটা বলুন। যাকাত বন্টনের খাত সমূহ বলুন। মুমিনের গুণাবলী কী কী? স্বাধীন বাংলা সাধারণ ছাত্র পরিষদের নুরে আলম সিদ্দিকীর সম্পর্কে বলুন। ‘সুরিয়ানী’ কী?

আপনার ভাইভা কেমন হয়েছে এমন প্রশ্নে মোবাশ^ারাকা আনম নামের একজন প্রার্থী বলেন, ‘আমার কাছে জানতে চাওয়া হয় হরফে মুসাবাহ বিল ফিল কয়টি এবং এর আমল কী? সুরা ফাতিহা আরবীতে লিখুন এবং এর অর্থ বলুন। বাংলাদেশের বর্তমান স্পিকারের নাম কী? বাংলাদেশের রাষ্ট্রপতির নাম বলেন।’

ভাইভা বোর্ডে আপনাকে কী ধরনের প্রশ্ন করা হয়েছে এমন প্রশ্নে গোপালগঞ্জের ইনামুল হক বলেন, ‘প্রথমে আমার নামের অর্থ কী তা জানতে চাওয়া হয়। এরপর তারা জিজ্ঞেস করেন, আপনাকে রাষ্ট্রের কোনো দায়িত্ব দিলে আপনি কীভাবে পালন করবেন? সহীহ হাদীস কাকে বলে?’
ফেনী থেকে আসেন মো. শফিউল আলম। তার কাছে বিষয়ভিত্তিক ও বাংলাদেশের জাতীয় পতাকা থেকে কয়েকটা প্রশ্ন করা হয়।

প্রশ্নগুলো ছিল- আফয়ালে নাকেস কতটি? গাইরে মুনসারেক কতটি? আর রাহমানের ভেতর কতটি সবব আছে? জাতীয় পতাকার দৈর্ঘ্য এবং প্রস্থ কত অনুপাতে হয়? এই প্রশ্নের জবাব দেওয়ার পর তাকে আসতে বলা হয়।

সূত্র: দৈনিকশিক্ষা