শিক্ষকদের অবসরের বয়স ৬৫ করার দাবি

‘বিশ্ব শিক্ষক দিবস’ রাষ্ট্রীয়ভাবে পালনের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মতো এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের চাকরি থেকে অবসরের বয়স ৬৫ বছরে উন্নীতকরণ এবং শিক্ষানীতি ২০১০ বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি।

বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে অনুষ্ঠিত সমাবেশ ও র‌্যালিতে এ দাবি জানায় সংগঠনটি।

সমাবেশে বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি মুহাম্মদ আবু বক্কর সিদ্দিকী বলেন, ‘সমযোগ্যতা ও অভিজ্ঞতা থাকা সত্ত্বেও সরকারি শিক্ষকদের চেয়ে বেসরকারি শিক্ষকদের বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা, বার্ষিক ৫% ইনক্রিমেন্ট বৈশাখি ভাতা ইত্যাদি প্রদানের ক্ষেত্রে বৈষম্য রয়েছে। অবিলম্বে সেগুলো দূরীকরণ করতে হবে।’

সমাবেশ ও র‌্যালিতে আরো অংশগ্রহণ করেন সংগঠনের সাধারণ সম্পাদক আবুল কাসেম, সহ-সভাপতি রঞ্জিত কুমার সাহা, বজলুর রহমান ও যুগ্ম-সাধারণ সম্পাদক কাওসার আলী শেখ।