যেভাবে www.educarnival.com থেকে রেজিস্ট্রেশন করবেন

রেজিস্ট্রেশন করতে হলে প্রথমে আপনার একটি ই-মেইল (gmail, yahoo, hotmai অথবা যে কোন ধরনের) আইডি লাগবে।

নামের প্রথমাংশঃ আপনার নামের প্রথম অংশটি এখানে দিন।

নামের শেষাংশঃ আপনার নামের শেষাংশটুকু এখানে দিন।

জন্মতারিখঃ আপনার জন্মতারিখটি এখানে সঠিক ভাবে দিন।

ইউজার নেমঃ আপনারে নামের পুরো অংশ একসাথে ইংরেজিতে লিখতে পারেন। যদি Invalid দেখায় তাহলে কিছুটা পরিবর্তন করে দিন। Invalid Username দেখানোর কারণটা হলো এই ইউজার নেমটি আরও একবার ব্যবহৃত হয়েছে। [Example: rafuqulislam1964]

ইমেইলঃ আপনি যেই ইমেইল দিয়ে রেজিস্টেশন করতে চাচ্ছেন তা দিন।

পাসওয়ার্ডঃ নাম্বার এবং ইংরেজি Letter এবং Symbol দিয়ে একটি Strong পাসওয়ার্ড দিন। [example: Qwertyuioop@&12345]

কনফার্ম পাসওয়ার্ডঃ পূনঃরায় পাসওয়ার্ড দিন।

Register: উপরের সবগুলো যদি পূরণ হয়ে থাকে তাহলে Register বাটনটিতে ক্লিক করুন। অতঃপর রেজিস্ট্রেশন হয়ে যাবে।

ফেসবুকঃ রেজিস্ট্রেশন ফর্ম এর ডান পার্শ্বে দেখুন ফেসবুকের একটি আইকন রয়েছে। বাটনটিতে ক্লিক করুন এবং পরবর্তী নির্দেশনা অনুসরণ করুন। তাহলেই আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে।

educarnival loginলগ ইনঃ আপনি যেই ইউজারনেম এবং পাওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করেছেন তা এখানে দিন। অতঃপর Login অপশনে ক্লিক করুন। ডান পার্শ্বে ফেসবুক আইনে ক্লিক করলেও আপনি লগইন করতে পারবেন।

আরও যদি আপনাদের সমস্যা থাকে কিংবা যে কোন প্রকার মতামত জানাতে আমাদের ফেসবুক পেজে মেসেজ করুন।