মেডিকেল কলেজ গুলোতে ২৩ জন লড়াই করবে প্রতি এক আসনে

দেশের মেডিকেল কলেজগুলোতে এমবিবিএস ও বিডিএস কোর্সে চলতি শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় ৮৪ হাজার ৭৮৪ শিক্ষার্থী অংশগ্রহণ করবেন। বুধবার রাত ১২টা ১ মিনিটে আবেদনের সময়সীমা শেষ হয়েছে। আবেদনকারীর সংখ্যার হিসাব অনুযায়ী, সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের প্রতি আসনের বিপরীতে ভর্তিযুদ্ধে অংশ নেবেন ২৩ শিক্ষার্থী।
medical_dhakareport_31678
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা, শিক্ষা ও জনশক্তি উন্নয়ন) অধ্যাপক ডা. এ বি এম আবদুল হান্নান সমকালকে বলেন, এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তি পরীক্ষায় এবার রেকর্ডসংখ্যক আবেদন জমা পড়েছে। তিনি প্রশ্নপত্র ফাঁস-সংক্রান্ত কোনো প্রলোভনে না জড়িয়ে মনোযোগসহকারে পড়াশোনা করে পরীক্ষায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের পরামর্শ দেন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, সরকারি ৩০টি মেডিকেল ও আটটি ডেন্টাল কলেজে তিন হাজার ৭৪৪ আসন এবং বেসরকারি ৬৫টি মেডিকেল ও ২৪টি ডেন্টাল কলেজে সাত হাজার ২৮৩ আসন রয়েছে। ১৮ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এক ঘণ্টা এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।