মেডিকেল কলেজে ভর্তিপ্রস্তুতি (২০১৫-০৯-০৪)

০১. α, β, γ রশ্মি তেজস্ক্রিয় পদার্থ হতে বের হয়-
A. স্বতঃস্ফূর্তভাবে
B. যখন উহাকে পারমাণবিক চুল্লিতে রাখা হয়
C. যখন উহা উত্তপ্ত করা হয়
D. উচ্চচাপে
০২. অ্যাসিটিলিন কে অ্যালকেলীয় লঘু কগহঙ৪ দ্বারা জারণ করলে পাওয়া যায়-
A. ফরমিক এসিড
B. এসিটিক এসিড
C. অকজালিক এসিড
D. ইথাইলিন গ্লাইকল
০৩. কোনটি চুম্বক দ্বারা শনাক্ত করা যায়?
A. বিটা রশ্মি
B. বেতার তরঙ্গ
C. গামা রশ্মি
D. অতিবেগুনি
০৪. Fill in the blanks : I live – Mohakhali – Dhaka.
A. in, at
B. in, in
C. at, in
D. at, at
০৫. দ্রবণের কোন গাঢ়ত্ব তাপমাত্রার ওপর নির্ভরশীল নয়?
A. Normality
B. Molality
C. Molarity
D. Formality
০৬. The word ‘candid’ could be substituted most appropriately by-
A. Open
B. candidate
C. clear
D. Frank
০৭. বেতার সংবাদ বায়ুমণ্ডলে যে স্তর হতে বেতার তরঙ্গের প্রতিফলনের দরুন সম্ভব হয়েছে তার নাম-
A. ওজোন মণ্ডল
B. কেনলি হেবি সাইড স্তর
C. অ্যাপেলটন স্তর
D. অরোরা মণ্ডল
০৮. কোনটি ধনাত্মক প্রভাবক?
A. Cu
B. অ্যালকোহল
C. MnO2
D. Fe
০৯. H2SO4-এর ঘনত্ব 1.39/গ্রাম। সালফিউরিক এসিড দ্রবণে উহার ওজন 20%। ওই দ্রবণে সালফিউরিক এসিডের নরমালিটি হল-
A. 0.5673
B. 56.73
C. 0.05673
D. 5.673
১০. কোন আদর্শ গ্যাসের স্থিতিশক্তি-
A. শূন্যের চেয়ে বেশি
B. শূন্যের চেয়ে কম
C. শূন্য
D. উহার চাপ এবং তাপমাত্রার ওপর নির্ভরশীল
উত্তর : ০১. A ০২. C ০৩. A ০৪. C ০৫. B ০৬. D ০৭. C ০৮. B ০৯. D ১০. C