অনলাইনে মুস্তাফিজকে ভোট দিন

image28২০১৫ সালটি বাংলাদেশ ক্রিকেটে বর্ণিল সাফল্যের বছর। ক্রিকইনফোর বর্ষসেরা পুরস্কারের মনোনয়নেও আলোকিত এ পারফরম্যান্সের প্রতিফলন। বর্ষসেরার এ লড়াইয়ে মোট ছয় ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের পাঁচ ক্রিকেটার।

এর মধ্যে তরুণ পেসার মুস্তাফিজুর রহমান মনোনয়ন পেয়েছেন দুই বিভাগে। তবে মনোনয়নের পর বিজয়ীকে বেছে নিতে পোলের ব্যবস্থ করেছে অনলাইন পোর্টালটি।

এজন্য http://www.espncricinfo.com/awards2015/content/site/awards2015/debut.html   লিংকে ক্লিক করে ভোট প্রদান করতে হবেমুস্তাফিজকে।debut_header2015

লিংকে ঢুকে প্রথমেই ডান পাশে পাওয়া পাওয়া যাবে মুস্তাফিজের ছবি। ছবির ওপর ক্লিক করলেই ছবিটি রঙিন বর্ণ ধারণ করবে। এর মানে আপনার ভোট দেওয়া সম্পন্ন হয়েছে।

মোবাইল থেকে লগইন করলে দ্বিতীয় অবস্থানে পাওয়া যাবে মুস্তাফিজকে। মুস্তাফিজের ছবিতে ক্লিক করলেই তা নিচের দিকে চলে যাবে। তারপর নিজের নাম সও সক্রিয় ইমেইল আইডি দিয়ে ‘vote now’ এও ক্লিক করলেই ভোট প্রদান সম্পন্ন হবে।

অধিনায়কের ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন মাশরাফি বিন মর্তুজা। ওয়ানডের সেরা বোলিংয়ে মনোনয়ন পেয়েছে বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে রুবেল হোসেনের ৫৩ রানে নেওয়া ৪ উইকেটের স্বপ্নীল বোলিং।

ওয়ানডে ব্যাটিংয়ের তালিকায় আছে বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে মাহমুদ উল্লাহর ১২৮* রানের অসাধারণ সেঞ্চুরিটি। টেস্টের সেরা ব্যাটিং পারফরম্যান্সে মনোনয়ন পেয়েছে খুলনায় পাকিস্তানের বিপক্ষে তামিম ইকবালের ২০৬ রানের দুর্দান্ত ডাবল সেঞ্চুরিটি।