মাহে রমজান ১৪৩৭ হিজরি মাসের সেহরি ও ইফতারের সময়সূচী

বাংলাদেশে মুসলিম ধর্মাবলম্বীদের সিয়াম সাধনার মাস পবিত্র রমজান শুরু হচ্ছে আগামী ৭ জুন মঙ্গলবার থেকে (চাঁদ দেখার ওপর নির্ভরশীল)।
ঢাকা জেলায় পহেলা রমজানে সেহরির শেষ সময় রাত ৩টা ৩৮ মিনিট ও ইফতারের সময় সন্ধ্যা ৬টা ৪৮ মিনিট।

ইসলামিক ফাউন্ডেশন পবিত্র রমজান মাসে ঢাকা জেলার জন্য সেহরি ও ইফতারের সময়সূচি প্রণয়নের তথ্য রোববার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে।

এর আগে আসন্ন রমজান মাসে সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত অফিসের কাজের সময় গত সোমবার নির্ধারণ করেছে মন্ত্রিসভা।

সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এবার রোজায় সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অফিসের সময় নির্ধারণ করা হয়। এর মধ্যে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে।

তবে সুপ্রিম কোর্ট, ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠান এবং রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানগুলো নিজেদের সুবিধা অনুযায়ী রমজান মাসের অফিস সূচি ঠিক করবে।

প্রসঙ্গত, বর্তমানে অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত।
সেহরি ও ইফতারের সময়সূচী