মাধ্যমিকের ইংরেজি বিষয়ের মান বন্টন পরিবর্তন

English subjectষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত ইংরেজি ১ম পত্রের নতুন মান বন্টন ঘোষণা করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। ইংরেজি ২য় পত্রের নম্বর বন্টন আগের মতোই থাকবে।

চলতি ২০১৬ খ্রিস্টাব্দে যারা নবম শ্রেণির শিক্ষার্থী তারাই ২০১৭ খ্রিস্টাব্দে দশম শ্রেণিতে এবং ২০১৮ খ্রিস্টাব্দের এসএসসি পরীক্ষার্থী হবেন। নতুন নম্বর বন্টনে লিসেনিংয়ের জন্য ১০ ও স্পিকিংয়ের জন্য ১০ রাখা হয়েছে। তবে, পাবলিক পরীক্ষায় লিসেনিং ও স্পিকিং কার্যকর না হয়ে অভ্যন্তরীণ বার্ষিক পরীক্ষায় কার্যকর হবে।

পাঠ্যপুস্তকবোর্ডের সদস্য (পাঠ্যপুস্তক) ও দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক রতন সিদ্দিকী দৈনিকশিক্ষাডটকমকে নতুন মান বন্টনের বিষয়টি আজ বুধবার নিশ্চিত করেছেন।English-marks-distribution-2

সূত্র: দৈনিক শিক্ষা