ভূগোল (২০১৪-১১-১৯)

**** পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ কোনটি?
উত্তরঃ আফ্রিকা।
**** আফ্রিকার আয়তন কত?
উত্তরঃ ২,৯৮,০৫,০৪৮ বর্গ কিমি।
**** আফ্রিকা পৃথিবীর মোট আয়তনের কত অংশ?
উত্তরঃ ২০.৬% ।
**** আফ্রিকা মহাদেশর অবস্থান?
উত্তরঃ নিররেখার দু’পাশে।
**** প্রাচীনকালে আফ্রিকা মহাদেশকে কি বলা হত?
উত্তরঃ অন্ধকারাচ্ছন্ন মহাদেশ।
**** আফ্রিকা মহাদেশের একমাত্র শিল্পোন্নত দেশ কোনটি?
উত্তরঃ দক্ষিণ আফ্রিকা।
**** আফ্রিকা মহাদেশের বৃহত্তম দ্বীপের নাম কি?
উত্তরঃ মাদাগাস্কার।
**** আফ্রিকার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি?
উত্তরঃ কিলিমাঞ্জারো (৫৮৯৪ মিটার)।
**** কিলিমাঞ্জারো পর্বতশৃঙ্গ কোন দেশে অবস্থিত?
উত্তরঃ তাঞ্জানিয়া।
**** আফ্রিকার বৃহত্তম হ্রদ কোনটি?
উত্তরঃ ভিক্টোরিয়া (২৬,৮২৮ বর্গ কিমি।)
**** আফ্রিকার সর্বনিন্ম বিন্দু কোনটি?
উত্তরঃ লেক আসাই, জিবুতি (গভীরতা-১৫৬.১ মিটার)।
**** আফ্রিকা তথা পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি?
উত্তরঃ নীলনদ (৬৬৫০ কিমি)।